রফিকুল ইসলাম মিয়া জামিনে মুক্ত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার সন্ধ্যার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এই তথ্য জানিয়েছেন।
রাগীব রউফ চৌধুরী বলেন, রাজধানী ও কুমিল্লায় নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে ১৩টি মামলা করা হয়। এসব মামলায় তিনি গত ১৩ মে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তিনি এসব মামলায় হাইকোর্টে জামিন লাভ করেন।
এরপর আরো ১৪টি মামলায় আইনশৃঙ্খলা বাহিনী রফিকুল ইসলাম মিয়াকে শ্যোন অ্যারেস্ট দেখায়।
রাগীব রউফ চৌধুরী জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি এত দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। আদালত তাঁর অসুস্থতা বিবেচনা করে সব মামলায় জামিন মঞ্জুর করেন। এরপর আজ সন্ধ্যায় তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন