সোমবার, জুলাই ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রবিকে চূড়ান্ত নোটিশ : জরিমানা না দিলে সম্পত্তি ক্রোক

গ্রাহকদের জরিমানার অর্থ পরিশোধ না করায় বেসরকারি মোবাইল ফোন কোম্পানি রবিকে চূড়ান্ত নোটিশ দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। নির্ধারিত সময়ে জরিমানার অর্থ পরিশোধ না করলে সমপরিমাণ সম্পত্তি ক্রোক করা হবে।

রোববার অধিদফতরের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি রবি কর্তৃপক্ষকে দেয়া হয়েছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ভোক্তা অধিদফতরের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ।

অধিদফতর সূত্র জানায়, তিন গ্রাহকের পৃথক তিন অভিযোগের ভিত্তিতে রবিকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধের জন্য পাঁচ কার্যদিবস সময় চায় রবি। সে হিসেবে চলতি মাসের ২৪ এপ্রিল (সোমবার) ছিল অর্থ পরিশোধের শেষ দিন। ওইদিন তারা জরিমানার অর্থ পরিশোধ করেনি।

শাহীন আরা বলেন, জরিমানার অর্থ পরিশোধ না করায় রবি আইন অমান্য করেছে। যে অভিযোগের ভিত্তিতে রবিকে জরিমানা করা হয়েছে তা পরিশোধ করতে বাধ্য। একই অভিযোগে গ্রামীণ ফোনকেও জরিমানা করা হয়েছিল। তারা নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ করেছে। কিন্তু রবি কেন পরিশোধ করছে না।

তিনি আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালে ৭০ (৪) ধারায় পাঁচ কার্যদিবস সময় দিয়েছি। সেই সময়ে তারা জরিমানার অর্থ পরিশোধ করে নাই। তাই অধিদফতরের পক্ষ থেকে ৭০ (৫) ধারায় আজ (৩০ এপ্রিল) চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছে। নোটিশে ১৫ কার্যদিবস সময় বেঁধে দেয়া হয়েছে। এ নির্ধারিত সময়ে জরিমানার অর্থ রবি পরিশোধ না করলে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির সমপরিমাণ অর্থের সম্পদ ক্রোক করা হবে। আইনে এ অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করারও বিধান রয়েছে। এ বিষয়ে রবির সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করা হলে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সোহাগ নামে এক অভিযোগকারী ভোক্তা অধিদফতরকে জানান, ৯৮ টাকা রিচার্জে ২৮ দিনের মেয়াদে রবির দেড় জিবি ইন্টারনেটের অফার তিনি গ্রহণ করেন। কিন্তু রিচার্জ করার পর তাকে দেয়া হয় এক জিবি ইন্টারনেট। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

মো. সাইফুল নামে এক গ্রাহক অভিযোগ করেন, ভ্যাটসহ ২৮ টাকায় ৫০ এমবি ইন্টারনেট ডাটার অফার দেয়া হয়, একটি লিংকে গেলে সারাদিন বাংলা নাটক দেখা যাবে। কিন্তু তিনি ওই লিংকে গিয়ে কোনো নাটক দেখতে পাননি। এ অভিযোগে রবিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

আল-আমিন নামে আরেকজন অভিযোগ করেন, প্রতিদিন ২ টাকার বিনিময়ে হেলথ টিপস নামে একটি ভ্যাস সার্ভিস নেন। সার্ভিসটি বন্ধ করতে গেলে নির্ধারিত শর্টকোট দিলেও তা বন্ধ হয়নি। সার্ভিসটি চালু থাকার কারণে তার মোবাইল ব্যালান্স থেকে টাকা কেটে নেয়া হয়। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ অভিযোগে রবিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা