রবি গ্রাহকদের জন্য সুখবর ! ছাড় পাবেন উবারে !
দেশের অন্যতম মোবাইল ফোন অপারটের রবি এবং বিশ্বের বৃহত্তম অন-ডিমান্ড রাইড-শেয়ারিং কোম্পানি উবারগ্রাহকদের উদ্ভাবনী ডিজিটাল সেবা দিতে একটি চুক্তি সই করেছে ।
গতকাল ১৭ সেপ্টেম্বর রাজধানীর রবি কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে রবির চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ এবং উবারের ইন্ডিয়া অ্যান্ড এমার্জিং মার্কেটসের চিফ বিজনেস অফিসার মধু কানন উভয়ের মধ্যে এ সংক্রান্ত চুক্তিপত্র বিনিময় করেন।
চুক্তির আওতায় রবি ও এয়ারটেল গ্রাহকরা উবারের সেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। গ্রাহক ও পার্টনারদের নতুন নতুন ডিজিটাল সেবা এবং কো-ব্র্যান্ডেড প্রডাক্ট প্রদান করতে এ চুক্তি সহায়ক হবে বলে তাদের প্রত্যাশা।
এছাড়া গাড়ি চালকরা রবি ওয়াক-ইন-সেন্টারে এসে (ডব্লিওআইসি) সহজেই উবারে নিবন্ধিত হতে পারবেন এবং রবির বিশেষ সিম কার্ড ও ডেটা প্যাক সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চামারা থিলক মানামপেরি এবং কর্পোরেট স্ট্র্যাটেজির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
রবির চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ বলেন, ‘ডিজিটাল হওয়াটাই এখন সবচেয়ে বড় বিষয়। পরবর্তী প্রজন্মের ডিজিটাল কোম্পানি হিসেবে বৈশি^ক ডিজিটাল যুগের অন্যতম এক অগ্রদূতের সাথে পার্টনারশিপ স্থাপন করতে পেরে আমরা আনন্দিত।
উবার ইন্ডিয়া এ্যান্ড এমারজিং মার্কেটস-এর চিফ বিজনেস অফিসার মধু কান্নান বলেন, ‘বাংলাদেশে ব্যবসা পরিচালনার ব্যাপারে উবার প্রতিজ্ঞাবদ্ধ। উবার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এমন একটি অংশীদারিত্ব তৈরি করতে যার মাধ্যমে আমাদের যাত্রী ও চালকরা উপকৃত হতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন