রমজানে পিঁপড়াও মারতে নেই, বিএনপি মেরেছে ১৭ শ্রমিককে
আওয়ামী লীগ সরকার শ্রমিকদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকদের ‘স্বার্থবিরোধী কাজের’ জন্য বিগত বিএনপি সরকারের কঠোর সমালোচনাও করেন তিনি।
রোববার (১ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রমিক দিবসের আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘কথায় আছে রমজানে একটা পিঁপড়াও মারতে নেই। অথচ বিএনপি ক্ষতায় থাকাকালে ১৭ শ্রমিককে গুলি করে হত্যা করেছে। কৃষক সারের দাবিতে রাস্তায় নামলে তাদেরও পুলিশ গুলি করে মারে। কিন্তু আমাদের সরকার শ্রমিকদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘আমাদের কৃষক রোদে পুড়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে ফসল উৎপাদন করে, আমার শ্রমিকরা শ্রম দিয়ে, ঘাম দিয়ে নানাবিধ পণ্য উৎপাদন করে। তাদের শ্রমেই আমাদের অর্থনীতির চাকা সচল আছে। তাই তাদের স্বার্থ সংরক্ষণ করাও আমাদের দায়িত্ব।’
প্রধানমন্ত্রী বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিদ্ধস্ত দেশে অনেক শিল্প কলকারখানাই বন্ধ ছিল। কারণ সেগুলো বেশির ভাগ মালিক ছিল পশ্চিম পাকিস্তানের। জাতির পিতা শেখ মুজিবুর রহমান জাতীয়করণ করে সেগুলো চালু করেছেন। সেই পদাঙ্ক অনুসরণ করে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। এরপর পচাত্তরে জাতির পিতাকে হত্যার পর ‘লস প্রজেক্ট’ দেখিয়ে অনেক কারখানেই বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের সরকার এসব কারখানার যেগুলো সম্ভব হয়েছে খোলার চেষ্টা করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন