রমজানে পিঁপড়াও মারতে নেই, বিএনপি মেরেছে ১৭ শ্রমিককে
আওয়ামী লীগ সরকার শ্রমিকদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিকদের ‘স্বার্থবিরোধী কাজের’ জন্য বিগত বিএনপি সরকারের কঠোর সমালোচনাও করেন তিনি।
রোববার (১ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রমিক দিবসের আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘কথায় আছে রমজানে একটা পিঁপড়াও মারতে নেই। অথচ বিএনপি ক্ষতায় থাকাকালে ১৭ শ্রমিককে গুলি করে হত্যা করেছে। কৃষক সারের দাবিতে রাস্তায় নামলে তাদেরও পুলিশ গুলি করে মারে। কিন্তু আমাদের সরকার শ্রমিকদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘আমাদের কৃষক রোদে পুড়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে ফসল উৎপাদন করে, আমার শ্রমিকরা শ্রম দিয়ে, ঘাম দিয়ে নানাবিধ পণ্য উৎপাদন করে। তাদের শ্রমেই আমাদের অর্থনীতির চাকা সচল আছে। তাই তাদের স্বার্থ সংরক্ষণ করাও আমাদের দায়িত্ব।’
প্রধানমন্ত্রী বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিদ্ধস্ত দেশে অনেক শিল্প কলকারখানাই বন্ধ ছিল। কারণ সেগুলো বেশির ভাগ মালিক ছিল পশ্চিম পাকিস্তানের। জাতির পিতা শেখ মুজিবুর রহমান জাতীয়করণ করে সেগুলো চালু করেছেন। সেই পদাঙ্ক অনুসরণ করে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। এরপর পচাত্তরে জাতির পিতাকে হত্যার পর ‘লস প্রজেক্ট’ দেখিয়ে অনেক কারখানেই বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের সরকার এসব কারখানার যেগুলো সম্ভব হয়েছে খোলার চেষ্টা করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন