রমজানে যদি আমি দু’দিন রোজা রাখি তাতে কার কী : মমতা
পশ্চিমবঙ্গ জুড়ে আরএসএসর রামনবমী উদযাপনে অস্ত্র হাতে মিছিল করেছিলেন সভ্য-সমর্থকরা৷ তা নিয়ে পুরুলিয়ার সভা থেকেই কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী৷ এদিন আসানসোলের সভাতেও উঠে এল সেই প্রসঙ্গ৷
ধর্ম নিয়ে রাজনীতি করে রাজ্যে অশান্তি বাধানোর চেষ্টা হচ্ছে বলে তার সাফ বার্তা, রাজনীতি রাজনীতির মতো থাকুক৷ তার সঙ্গে ধর্মকে মেলানো উচিত নয়৷ ধর্ম আর রাজনীতি এক নয়৷
ধর্মনিরপেক্ষতার বার্তা বরাবরই দেন মুখ্যমন্ত্রী৷ প্রশ্ন উঠছিল, তাহলে বিজেপির রামনবমী উদযাপনের বিরুদ্ধে কেন সরব হতে হচ্ছে তাকে৷ কেন বারবার তুলে ধরতে হচ্ছে ধর্ম নিয়ে বিভেদের প্রসঙ্গ৷ গতকালের সভাতেও সে ইঙ্গিত রেখেছিলেন৷ এদিনের বক্তৃতাতেও তা খোলসা করলেন মুখ্যমন্ত্রী মমতা৷
মন্ত্রোচ্চারণ করে জানিয়ে দিলেন হিন্দু ধর্ম পালন করতে হলে তা নিয়ে রাজনীতি করতে হয় না৷ এদিন চাঁচাছোলা ভাষায় তিনি জানালেন, দেশের সংস্কৃতি জানলে কেউ তরোয়াল নিয়ে বাইরে মিছিল করত না৷ মন্দিরে পুজা করত৷
তার বক্তব্য, ধর্মকে সম্মান কেউ জানাতেই পারেন৷ তাতে তো কোনও অসুবিধা থাকার কথা নয়৷ কিন্তু ধর্ম নিয়ে কেন রাজনীতি করা হবে, এটাই তার প্রশ্ন৷ এই বিভেদের রাজনীতি করে রাজ্যে অশান্তি বাধলে সব ধর্মের মানুষেরই ঘর পুড়বে৷ আর তাই আগেভাগেই এই বিভেদের ফাঁদ থেকে মানুষকে বেরিয়ে আসার ডাক মুখ্যমন্ত্রীর৷
মুসলিম ধর্মাবলম্বীদের প্রতি মুখ্যমন্ত্রীর পক্ষপাতিত্বেরও অভিযোগ তোলে বিরোধীরা৷ এদিনের মঞ্চ থেকে তারও জবাব দেন মুখ্যমন্ত্রী৷ সাফ জানিয়ে দেন, রমজান চলাকালীন তিনি যদি মুসলিমদের সঙ্গে দুদিন রোজা রাখেন তাতে কার কী? তিনি যেমন রামনবমী করেন, তেমন রমজানের উপবাসও করেন৷
আপনি আচরি ধর্মই মুখ্যমন্ত্রী যেন জানিয়ে দিলেন এই রাজ্যের ধর্মীয় সংস্কৃতি ঠিক কেমন৷ ধর্ম নিয়ে রাজনীতি নয়, পারস্পরিক সহাবস্থানই যে বাংলার ধর্ম, সে বার্তা আজ ফের স্পষ্ট করে দিলেন তিনি৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আইন ভাঙার অনুমতি কোথাও দেওয়া হবে না রাজ্যে৷ রাজনৈতিক নেতারা অস্ত্র হাতে মিছিল করলে আইন আইনের পথেই চলবে, এ কথা তিনি গতকালই জানিয়েছিলেন৷ এ দিন তারই পুনরাবৃত্তি শোনা গেল তার মুখে৷
তার সাফ কথা, নানা ধর্ম যেমন আছে, তেমনি নানা ধর্মীয় আচরণও আছে৷ কিন্তু রাজনীতির জন্য তাতে বিভেদ সৃষ্টি করা হলে তা মোটেও বরদাস্ত করা হবে না৷ পুজোর রীতি থেকে মন্ত্রোচ্চারণ করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, রাজনীতি নিরপেক্ষভাবেও ধর্মচারণ করা সম্ভব৷
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন