রশিদ খানের ১ উইকেটের দাম ২৪ লাখ!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে দারুণ বোলিং করছেন আফগান বোলার রশিদ খান। আইপিএলের ২১তম ম্যাচ পর্যন্ত ৯টি উইকেট ঝুলিতে পুরেন রশিদ। যেখানে তার প্রতি উইকেটের মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ২৪ লাখ।
প্রথমবারের মতো আইপিএলে ডাক পাওয়া রশিদ এরই মধ্যে রথী-মহারথীদের নজরে পড়েছেন।
আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড়দের মধ্যে রশিদ অন্যতম। ৩০ লাখ রুপি ভিত্তি মূল্য থেকে ৫ কোটি রুপিতে বিক্রি হন তিনি।
নিলামে রশিদকে নিয়ে টানাটানি করে বেশ কয়েকটি দল। কিন্তু শুরু থেকেই তাকে নিয়ে দর হাঁকাতে থাকে গতবারের চ্যাম্পিয়নরা। শেষমেশ অরেঞ্জ আর্মিরাই রশিদকে দলে ভেড়ায়। দলে নেওয়ার পর রশিদের চড়া মূল্য নিয়ে অনেকই প্রশ্ন তোলেন। কিন্তু বল হাতে সেটার প্রতিদান ঠিকই দিচ্ছেন রশিদ।
এখন পর্যন্ত ৭ ম্যাচ থেকে ১০ উইকেট নিয়ে সেরা শিকারির তালিকায় পাঁচে আছে রশিদের নাম। এক নম্বরে আছেন রশিদের হায়দরাবাদ সতীর্থ ভুবনেশ্বর কুমার। তার উইকেট সংখ্যা ১৬টি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন