শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রহস্যজনকভাবে স্বামী-স্ত্রীর মৃত্যু, সাত মাসের শিশুর ঝুলন্ত দেহ উদ্ধার

সিআইএসএফ মৃতের পরিবারকে জানিয়েছে যে, মেয়েকে খুন করার পর আত্মঘাতী হন সঞ্জীব এবং তাঁর স্ত্রী। যদিও মৃত জওয়ানের আত্মীয়দের অভিযোগ, সঞ্জীব কাজ নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরেই আত্মহত্যা করেছেন তিনি।

বারুইপুরের সোনাগাছির বাসিন্দা সঞ্জীব ছত্তীসগঢ়ের বিলাসপুরে কর্মরত ছিলেন। গত শুক্রবার সেখানেই তিনজনের দেহ উদ্ধার হয়। রবিবার রাতে বারুইপুরের সোনাগাছিতে তিনজনের দেহ এসে পৌঁছয়। দুপুর থেকে সঞ্জীবের বাড়িতে ভিড় জমাতে থাকেন আত্মীয় পরিজনেরা। তাঁর এক আত্মীয় অমল মণ্ডল বলেন, ‘‘ভাবতেই পারছি না ওর (সঞ্জীব) মতো ছেলে এমন কাণ্ড করতে পারে।’’

সূত্রের খবর, বৃহস্পতিবার নাইট ডিউটি ছিল সঞ্জীবের। শুক্রবার সকালে ডিউটি থেকে বাড়ি ফিরে পরিবারের লোকজনের সঙ্গে কথাও বলেন তিনি। তারপর থেকে খোঁজ পাওয়া যায়নি সঞ্জীবের। সিআইএসএফ সূত্রের খবর, বিলাসপুরের কুশমুণ্ডায় যে আবাসনে সঞ্জীব তাঁর স্ত্রী এবং মেয়েকে নিয়ে থাকতেন সেখানে শুক্রবার সন্ধ্যায় তাঁর খোঁজে যান এক জওয়ান। তিনি প্রথম তিনজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি খবর দেন আধিকারিকদের। পরে তিনজনের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এদিন স়ঞ্জীবের এক আত্মীয় কৌশিক রায় বলেন, ‘‘কাজ নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন সঞ্জীব। বারবার কাজ ছেড়ে দেওয়ার কথা বলতেন। তাঁর সঙ্গে অমানবিক ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করতেন।’’ যে আধিকারিকেরা এদিন স়ঞ্জীবের দেহ নিয়ে এসেছিলেন তাঁরা কোনও মন্তব্য করতে চাননি। অন্যদিকে, বিলাসপুরে সঞ্জীবের বাহিনীর দায়িত্বে থাকা আধিকারিকের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁকে পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রের খবর, বছর ছয়েক আগে চাকরিতে যোগ দেন স়ঞ্জীব। তিন বছর আগে তাঁর বিয়ে হয় বাঘাযতীনের বাসিন্দা রিঙ্কু মণ্ডলের সঙ্গে। পরিবারের দাবি, স্বামী-স্ত্রীয়ের মধ্যে কোনও মনোমালিন্য ছিল না। তবে সম্প্রতি বারবার চাকরি ছেড়ে দেওয়ার কথা বলতেন স়ঞ্জীব। সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের কাছে কোণঠাসা হওয়ার কথাও শোনা গিয়েছে তাঁর মুখে। সঞ্জীবের ছোটভাই সোমনাথ মণ্ডল বলেন, ‘‘কখনওই কাউকে সমস্যার কথা পুরোপুরি বলেনি দাদা। দু’মাস আগে দাদা একবার বাড়ি এসেছিল।’’

এই সংক্রান্ত আরো সংবাদ

প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন

আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?

ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন

  • বিকিনি ছবি পোস্ট করে আলোচনায় আসার চেষ্টা!
  • অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে কঠোর হচ্ছে ভারত
  • ফাঁকা ঘরে একা পেয়েছিলেন নিজের বউদিকে, অতঃপর যা ঘটল তা কল্পনার বাহিরে ….
  • মানসিক ভারসাম্যহীন নারীকে নগ্ন করে পিটিয়ে হত্যা
  • দীর্ঘ অপেক্ষার অবসান, যে ৫ কারণে ‘চ্যাম্প’ দেখবেন
  • নিজের ছেলের সঙ্গে ছবি তুলে মিডিয়ার ‘ট্রোল’ হচ্ছেন শ্রাবন্তী
  • বিয়ের পরেই শ্বশুরবাড়িতে এমন কাজ করলেন নববধূ যে, লজ্জায় পড়লেন পরিবারের সকলে
  • দুই সন্তানের জীবন বাঁচাতে পুলিশের দ্বারস্থ মা
  • বন্ধক রাখা ছেলেকে ছাড়ানোর টাকা জোগাড় করতে গিয়ে নিখোঁজ মা
  • স্ত্রী’কে বের করে দিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে লাগাতার ধর্ষণ করল শিক্ষক
  • আবুল খায়ের গ্রুপে আকর্ষণীয় পদে চাকরির সুযোগ
  • ঘুম থেকে ডেকে না দেওয়ার ‘অপরাধে’ রেলকে ৫ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ