রহস্যজনক কারণে আলমগীরের ছবিতে প্রসেনজিতের ‘না’

কোনো এক রহস্যজনক কারণে নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ থেকে সরে দাঁড়িয়েছেন কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে কী কারণে সরে গেলেন তা স্পষ্ট করে বলেননি কলকাতার এ অভিনেতা।
এ ছবিতে একজন চলচ্চিত্র পরিচালকের চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। এ ব্যাপারে নায়ক আলমগীরও কিছু জানেন না বলে জানিয়েছেন। তবে প্রসেনজিতের অভিনয় না করার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রসেনজিতের সরে দাঁড়ানোতে এ চরিত্রে অভিনয় করবেন আলমগীর নিজেই। এদিকে প্রসেনজিতের বিপরীতে অভিনয়ের কথা ছিল চিত্রনায়িকা পূর্ণিমার। তিনিও সরে দাঁড়িয়েছেন ছবিটি থেকে।
এ বিষয়ে পূর্ণিমা বলেন, ‘শুরুতে প্রসেনজিৎ যে চরিত্রটিতে অভিনয় করার কথা জানিয়েছিলেন সেটি এখন আলমগীর সাহেব নিজেই করবেন। তার বিপরীতে অভিনয় করলে দর্শক গ্রহণ করবেন বলে মনে হয় না। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও ছবিটি করা হচ্ছে না।’
ছবিটিতে অন্য দুটি চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ ও কলকাতার পাওলি দাম।
উল্লেখ্য, ‘একটি সিনেমার গল্প’ আলমগীর পরিচালিত ষষ্ঠ ছবি। এর আগে নির্মাণ করেছেন নিষ্পাপ, নির্মম, বৌমা, মায়ের দোয়া ও মায়ের আর্শীবাদ।
নতুন ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে আলমগীরের প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট ও ভারতের এসকে মুভিজ। তত্ত্বাবধানে থাকছে জাজ মাল্টিমিডিয়া।
নির্মাতা সূত্রে জানা গেছে সেপ্টেম্বরে মাঝামাঝি সময়ে ছবির শুটিং শুরু হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন