রাইডার্সকে হারিয়ে সবার উপরে সাকিবের জ্যামাইকা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মঙ্গলবার ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১৯ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াশ। জ্যামাইকার পয়েন্ট এখন ১১। সাতটি ম্যাচ খেলে তারা পাঁচটিতে জয় পেয়েছে, একটিতে হেরেছে। আর বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
আজকের ম্যাচে সাকিব আল হাসান ব্যাট হাতে ১৩ বল খেলে ১০ রান করেছেন। আর তিন ওভার বল করে ২৮ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। এছাড়া দারুণ একটি ক্যাচ নেন তিনি।
এদিন কিংস্টনের সাবিনা পার্কে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে জ্যামাইকা তালাওয়াশ।
দলের পক্ষে চাদউইক ওয়ালটন ১৬, কুমার সাঙ্গাকারা ২৩, রভম্যান পাওয়েল ৪৪, সাকিব আল হাসান ১০ ও আন্দ্রে রাসেল ৪৪ রান করেন। নয় বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন অধিনায়ক ক্রিস গেইল।
ত্রিনবাগো নাইট রাইডার্সের পক্ষে কেভন কুপার ৩টি, ডাওয়েন ব্রাভো ২টি ও সুনিল নারিন ১টি করে উইকেট নেন। ব্রেন্ডন ম্যাককলামের হাতে ক্যাচ বানিয়ে সাকিব আল হাসানকে ফেরান নারিন।
পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান করতে সমর্থ হয় ত্রিনবাগো নাইট রাইডার্স। দলের পক্ষে হাশিম আমলা ৪২ ও দিনেশ রামদিন ৩১ রান করেন।
জ্যামাইকার পক্ষে আন্দ্রে রাসেল ৪টি, ডেল স্টেইন ২টি, সাকিব আল হাসান ১টি, ইমাদ ওয়াসিম ১টি ও কেসরিক উইলিয়ামস ১টি করে উইকেট নেন।
সাকিব আল হাসান এদিন প্রথম দুই ওভার ভালোই করেছিলেন। দশম ওভারে বল করতে এসে তিনি ৫ রান দিয়ে নেন একটি উইকেট। ওভারের শেষ বলে উমর আকমলকে ফেরান সাজঘরে। ১২তম ওভারে এসে দেন ৪ রান। আর ১৪তম ওভারে এসে দেন ১৯ রান। দারুণ অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান আন্দ্রে রাসেল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন