রাখি ঝাল উগড়ে দিলেন সানি লিওন ও ওম স্বামীর দিকে!

সবাই জানেন, বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্তের মুখে লাগাম নেই। নতুন করে ঝাল উগড়ে দিলেন সানি লিওন ও ওম স্বামীর দিকে।
‘রাখি ইন খাকি’ নামের নতুন ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত আছেন বিতর্কের রাণী রাখি। সম্প্রতি সিরিজটি নিয়ে রেডিফ ডটকমের মুখোমুখি হন তিনি।
‘বিগ বস টেন’-এর প্রতিযোগী ওম স্বামীর প্রতি রাখির ক্ষেপে যাওয়াকে অবশ্য অনায্য বলছেন না অনেকে। এ প্রতিযোগী ইতোমধ্যে নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য সালমান খানের বকাও শুনেছেন।
রাখি জানান, বিগ বসের ঘরে গিয়ে ওম স্বামীকে দেখে নিতে চান। তার সব পোশাক বাইরে ফেলে দিয়ে বাধ্য করবেন নগ্ন হয়ে হাঁটতে। এমনকি তার চুল-দাড়ি কেটে ফেলতে চান।
বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘আমি জানি না কোন গুহা থেকে এ বাবাকে ধরে আনা হয়েছে।’
সানি লিওনকে কোনোভাবেই ভারতীয় নারী বলতে রাজি নন বলে জানান রাখি। তার ধারণা অভিনেত্রীর আড়ালে সানির পর্নো পরিচয় লুকানো হচ্ছে।রাখি ঝাল উগড়ে দিলেন সানি লিওন ও ওম স্বামীর দিকে!
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে নকশা করা পোশাক পরায় রাখির বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এ অভিনেত্রী জানান, প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসা থেকেই এমন পোশাক পরেছিলেন।
শিগগিরই মুক্তি পাচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’। ঢালিউডের সিনেমাটিতে মমতাজের কণ্ঠ দেওয়া আইটেম গানে পারফর্ম করেছেন রাখি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন