রাজউকের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রাজউকের পূর্বাচল প্রকল্পের আওতাধীন প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে জেলা প্রশাসক কার্যালয়ের তিন কর্মকর্তা, রাজউকের ছয় কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে দুদক।
আর এ ঘটনায় মামলার অন্যতম আসামি রাজউকের নির্বাহী কর্মকর্তাসহ দুইজনকে গ্রেফতার করেছে দুদক। গ্রেফতারকৃতরা হলেন রাজউকের বর্তমান তত্বাবধায়ক প্রকৌশলী সাইদুর রহমান, নির্বাহী প্রকৌশলী মনোয়ারুল ইসলাম।
মামলার আসামিরা হলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সার্ভেয়ার আবু তাহের, হালিম ভুইয়া, সাবেক কানুনগো মাইনুল হক, রাজউক এস্টেট পরিদর্শক জাকির হোসেন, কানুনগো আবদুল হক মিয়াজী, সহকারী পরিচালক (ভূমি) অবসরপ্রাপ্ত এআর আহমেদ মজুমদার, রাজউকের বর্তমান তত্বাবধায়ক প্রকৌশলী সাইদুর রহমান, নির্বাহী প্রকৌশলী মনোয়ারুল ইসলাম, রাজউকের বর্তমান সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আলী আমজাদ খান, আলী আফজাল খান ও আব্দুস সালাম খান।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের মধ্যে মনোয়ারুল ইসলাম ও সাইদুর রহমানকে গ্রেফতার দেখিয়ে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আ. সালাম আলী মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, জেলা প্রশাসক কার্যালয়ে বসে রূপগঞ্জ উপজেলার কামতাল মৌজায় রাজউকের পূর্বাচল প্রকল্পের আওতায় ১৯৯৭ সালের ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সরকারের তিন কোটি ৪৬ লাখ ৮৯৭ টাকা ১৪ পয়সার গাছপালা আত্মসাত করেছেন আসামিরা। মামলাটি দুদক তদন্ত করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন