‘রাজকাহিনি বাংলাদেশে নির্মাণ সম্ভব নয়’
পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনি’ সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করে আলোচিত এবং সমালোচিত হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি এক ভারতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে জয়া মন্তব্য করেন, বাংলাদেশের দর্শক এখনও এই ধরনের সিনেমার জন্য প্রস্তুত নয়।
কলকাতায় বসে আনন্দবাজারের সাংবাদিককে জয়া বলেন, বাংলাদেশের বহু মানুষ পুরো সিনেমাটি দেখেছেন এবং যথেষ্ট প্রশংসা করেছেন। তবে তার দেশে এখনও ‘রাজকাহিনি’র মতো সিনেমা নির্মাণ সম্ভব নয় বলেই মনে করেন তিনি।
তিনি বলেন, “সত্যি বলতে, বাংলাদেশে এই ধরনের সিনেমা নির্মাণ সম্ভব নয়। ওখানে বোধ হয় এখনও মানুষের রুচিটা ভিন্ন। কলকাতায় দর্শকের রুচিটা তৈরি হয়ে গেছে নানা রকম ছবি দেখার ক্ষেত্রে। ওখানে দর্শকরা এখনও অতটা তৈরি নয়। তবে পুরো ব্যাপারটা খুব দ্রুত বদলাচ্ছে। দারুণ সব কাজ হচ্ছে ওখানেও।”
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘রাজকাহিনি’র সেই বিশেষ দৃশ্যে ‘যোনি’ এবং ‘স্তন’-এর মতো শব্দ ব্যবহার করে সংলাপ বলতে শোনা গেছে জয়াকে। জানালেন, এই ধরণের সংলাপ বলতে বিন্দুমাত্র আপত্তি ছিল না তার।
বরং পাল্টা প্রশ্ন করলেন, “যোনি আর স্তন তো নারীর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ, এখানে রাখঢাকের কি আছে?”
‘রাজকাহিনী’ মুক্তির পর শোনা যায়, বাংলাদেশে জয়ার বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে। একান্ত সাক্ষাৎকারে সে বিষয়টিও স্পষ্ট করেন জয়া।
“আমার নামে কিন্তু কোনো ফতোয়া জারি করা হয়নি। ওটা ভুল খবর ছিল। তবে প্রচুর বেনামী চিঠি, ই-মেইল আর এসএমএস-এ হুমকি এসেছিল সেই সময়। আমি
ভয়ও পেয়েছিলাম। বুঝতে পারছিলাম না কাকে বলব।”
তবে জয়া জানান, বাংলাদেশ সরকার তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছিল।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে লেখক ও ব্লগার হত্যার বিষয়টি নিয়েও কথা বলেন জয়া।
“এটা যারা করে তারা কিন্তু একটা ক্ষুদ্র অংশ। আমার বক্তব্য হলো, কোনো জিনিস কারো পছন্দ না হতেই পারে, কিন্তু সেটা নিয়ে তো আলোচনা করা যায়। আমরা তো স্বাধীন, গণতান্ত্রিক দেশে থাকি যেখানে সব রকম মানুষ বাস করেন। সবার মত যে মিলতে হবে, তা তো নয়।”
প্রশ্নকর্তার কাছ থেকে এ বিষয়ে আরো একটু বলার অনুমতি চেয়ে নিয়ে জয়া বলেন, “বাংলাদেশে ব্লগারদের মৃত্যু সত্যি খুব দুর্ভাগ্যজনক। আমাদের দেশ তো এমন দিন দেখার জন্য স্বাধীন হয়নি। ধর্ম অনেকেই মানে। অনেকে আবার মানেও না। আমি মানি। যারা মানে আর যারা মানে না — তাদের মধ্যে ঝামেলা হতে পারে। সুস্থ মতবিরোধ থাকাটা তো ভাল জিনিস। দু পক্ষই ভিন্ন মত পোষণ করেও তো পাশাপাশি থাকতে পারে। তাই নয় কি? হত্যাটা কি কোনো সলিউশন? মনে হয় না। এটা কাম্যও নয়।”
জয়া বর্তমানে দেশবিভাগের প্রেক্ষাপটে বাংলাদেশি সিনেমা ‘খাঁচা’য় অভিনয় করছেন। হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে নির্মিতব্য
সিনেমাটি পরিচালনা করছেন ‘ঘাসফুল’ খ্যাত আকরাম খান। এছাড়া এপ্রিলে মুক্তি পাচ্ছে শাকিব খানের বিপরীতে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন