রাজধানীতে ঘুরছেন ‘ফেলুদা’ পরম
কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সত্যজিতের তৈরি চরিত্র ‘ফেলুদা’। ক্যামেরার সামনে দাঁড়িয়েই উন্মোচন করছেন নানা ধরনের রহস্য। হোক সেটা ‘শেয়াল দেবতার রহস্য’ বা ‘ঘুরঘুটিয়ার ঘটনা’।
এবার ঘটনা পরিষ্কার করা যাক, ঢাকায় নির্মিত হচ্ছে সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ সিরিজের গল্প থেকে নাটক। ঢাকায় বা এ দেশের টেলিভিশনের জন্য নির্মিত হলেও ফেলুদা চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে।
মজার ব্যাপার হলো ‘তোপসে’ চরিত্রে এর আগে অভিনয় করেছেন পরম। সত্যজিতের ছেলে সন্দীপ রায়ের বোম্বাইয়ের বোম্বেটে, কৈলাসে কেলেঙ্কারি, টিনটোরেটোর যীশু ছবিতে ‘তোপসে’ হয়েছিলেন পরম। আর ফেলুদা ছিলেন সব্যসাচী চবক্রবর্তী।
গত শনিবার পরম ছিলেন ঢাকার বসুন্ধরার ৩০০ ফিট এলাকায়। গতকাল সোমবার ছিলেন আগারগাঁওয়ের একটি সরকারি অফিসের ভবনে।
সন্দীপ রায়ের কাছ থেকে ফেলুদা সিরিজের সব কটি গল্পের টিভিস্বত্ব কিনে নিয়েছে বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান ক্যান্ডি প্রোডাকশন ও টম ক্রিয়েশন। তারপর থেকেই শুরু হয়েছে নির্মাণকাজ। পরমের সঙ্গে বাংলাদেশের অভিনেতারাও আছেন ফেলুদার দলে।
ক্যান্ডি প্রোডাকশনের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা ঈদের জন্য দুটি গল্প বাছাই করেছি। শুরুতে শেয়াল দেবতার রহস্য–এর শুটিং শুরু হয়েছে; পরে ঘুরঘুটিয়ার ঘটনার শুটিং হবে।’
শাহরিয়ার শাকিল জানান, একেকটি গল্প থেকে ৯০ মিনিটের নাটক নির্মাণ করা হচ্ছে। এটি দুই বা চার পর্বে ভাগ করে প্রচারিত হবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। আসছে ঈদুল আজহায় শুরু হবে প্রথম প্রচার। মাস খানেক বিরতি দিয়ে পর্দায় আসবে নতুন গল্প।
শাহরিয়ার শাকিল আরও জানান, ১৬ আগস্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। এদিন পরমব্রতসহ সন্দীপ রায় উপস্থিত থাকবেন।
গোয়েন্দা পরমের সহকারী ‘তোপসে’ হচ্ছেন কলকাতার ঋদ্ধি সেন। অভিনেতা কৌশিক সেনের ছেলে ঋদ্ধি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন