সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজধানীতে দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ২৫টি পয়েন্টে নিয়ন্ত্রন

ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ওলামা-মাশায়েখ মহাসম্মেলনের জন্য আজ বৃহস্পতিবার রাজধানীর দুটি সড়ক বন্ধ থাকবে। এছাড়া ২৫টি পয়েন্টে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

গতকাল বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে একথা জানান কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি রাজধানীবাসীকে বিশেষ প্রয়োজন ছাড়া সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় না যেতে এবং নিয়ন্ত্রিত ২৫টি পয়েন্ট এড়িয়ে চলতে অনুরোধ জানিয়েছেন।

কমিশনার জানান, সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া সৌদি আরবের মসজিদে হারাম ও মসজিদে নববির দুই খতিবসহ সারা দেশ থেকে প্রায় দুই লাখ মুসল্লি সম্মেলনে অংশ নেবেন। প্রায় আড়াই হাজার যানবাহনে মুসল্লিরা ঢাকায় আসায় শৃঙ্খলা রাখার জন্য দুটি সড়ক বন্ধ ও ২৫টি পয়েন্টে যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে বলে জানান তিনি।

কমিশনারের দেয়া তথ্যমতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ থেকে মৎস্য ভবন ক্রসিং এবং শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বর ক্রসিং পর্যন্ত রাস্তা দুটি বন্ধ থাকবে।

নিয়ন্ত্রণে থাকা পয়েন্টগুলো

দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ২৫টি পয়েন্ট বন্ধ থাকবে। এগুলো হলো- বিজয় সরণি ক্রসিং, খামারবাড়ি ক্রসিং, বাংলামটর ক্রসিং, মগবাজার ক্রসিং, পরিবাগ ক্রসিং, সাকুরা গলি, পুলিশ ভবন ক্রসিং, সবজিবাগান ক্রসিং, মিন্টু রোড পূর্ব প্রান্ত, অফিসার্স ক্লাব ক্রসিং, কাকরাইল চার্চ, শিল্পকলা, দুদকের গলি, কার্পেট গলি, মৎস্য ভবন, কদম ফোয়ারা ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, শহীদুল্লাহ হল, বকশিবাজার ক্রসিং, পলাশী ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, রোমানা চত্বর, কাঁটাবন ক্রসিং, শাহবাগ ক্রসিং এবং আজিজ সুপার মার্কেটের সামন। এসব পয়েন্টে ডাইভারসন চলবে।

সম্মেলনস্থলের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আছাদুজ্জামান মিয়া বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে পাঁচটি ফটকের মাধ্যমে প্রবেশ করা যাবে। সেসব ফটকে আর্চওয়েতে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে দেওয়া হবে। তবে সঙ্গে ইসলামিক ফাউন্ডেশন থেকে দেয়া কার্ড বা দাওয়াতপত্র থাকতে হবে। কোনো অবস্থাতেই কার্ড বা দাওয়াতপত্র ছাড়া কাউকে মহাসম্মেলনে প্রবেশ করতে দেওয়া হবে না।

এদিকে সম্মেলনে যোগ দিতে বুধবার ভোরে ঢাকায় এসেছেন সৌদি আরবের দুই ইমামসহ ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মসজিদে হারাম ও মসজিদে নববির সিনিয়র ইমাম শায়খ ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- মসজিদের নববির সম্মানিত সিনিয়র ইমাম শায়খ ড. আবদুল মহসিন বিন মুহাম্মদ আল কাসিম, সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা, সৌদি আরবের উচ্চ পর্যায়ের একজন আলেম ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সম্মেলন অংশ নেবেন তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন

কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন

উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না

দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন

  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • এসএমই ফাউন্ডেশনের নতুন এমডি আনোয়ার হোসেন চৌধুরী
  • কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল মসজিদের মোয়াজ্জেম ও অন্তঃসত্ত্বা স্ত্রীর
  • গুরুতর অসুস্থ কে এম সফিউল্লাহ
  • সৌদি আরবে হজ পালনের সময় অন্তত ১৯ জনের মৃত্যু
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • রাজধানীর পান্হপথে ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • বসুন্ধরা আবাসিক এলাকায় এক বাসার রান্নাঘরে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪
  • বাজেট হয় কাগজে কলমে, প্রতিফলন নেই সমাজে
  • রাজধানীতে স্বস্তির বৃষ্টি
  • ভেঙে যাচ্ছে সুন্দরবনের উপকূলীয় এলাকা