রাজধানীতে ধর্মীয় উপাসনালয়ে বাড়তি নিরাপত্তা
সম্প্রতি দেশের বেশ কয়েকটি ধর্মীয় উপাসানালয়ের পুরোহিতদের হত্যার হুমকি দেয়া হয়েছে। এসব হুমকির বস্তুনিষ্ঠ তদন্ত করা হচ্ছে এবং রাজধানীর সকল ধর্মীয় উপাসানালয়ে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মাহনগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।
শনিবার (১৮ জুন) বেলা ৩টার দিকে রাজধানীর মিন্টোরোডের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবির যুগ্ম কমিশনার।
তিনি বলেন, ‘আমরা প্রফেশনালি যতটুক বুঝি যে, এ ধরনের হত্যাকাণ্ড কখনো বলে-কয়ে হয় না। তারপরও আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখছি। যে প্রতিষ্ঠানের প্যাডে হুমকি দেয়া হয়েছে, সেটির আমরা বস্তুনিষ্ঠ তদন্ত করে দেখছি।’
‘তাছাড়াও এ হুমকির বিষয়ে পার্শ্ববর্তি দেশ থেকেও উদ্বেগ প্রকাশ করেছেন। তাই শুধু হিন্দু উপাসানালয়েই নয়, মুসলমান, খ্রিস্টানসহ সব ধর্মের উপাসানালয়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে’ বলেন ডিবির এ যুগ্ম কমিশনার।
সাঁড়াশি অভিযান প্রসঙ্গে জানতে চাইলে ডিবির এ যুগ্ম কমিশনার বলেন, ‘যে উদ্দেশ্যে এ অভিযান চালানো হয়েছিলো, তা সফল। তাছাড়া এত দ্রুততো বলা সম্ভব না যে অভিযান থেকে প্রাপ্তি কী?’
এরআগে, শুক্রবার ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়, রামকৃষ্ণ মিশনের বিষয়ে বাংলাদেশ সরকার ‘পূর্ণ সহযোগিতা ও সুরক্ষার’ প্রতিশ্রুতি দিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন।
বিষয়টি নিয়ে ঢাকায় ভারতের হাই কমিশন ‘বাংলাদেশ পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে’ বলে জানান বিকাশ।
উল্লেখ্য, গত বুধবার (১৫ জুন) সন্ধ্যায় আইএসের নামে চিঠি পাঠিয়ে ঢাকার রামকৃষ্ণ মিশনের এক গুরুকে ধর্মপ্রচারে নিষেধ করে চাপাতিতে কুপিয়ে হত্যার হুমকি দেয়া হয়। চিঠিতে তার উদ্দেশে বলা হয়, ‘বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র, এখানে ধর্মপ্রচার করতে পারবি না। ধর্মপ্রচার করা হলে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে তোকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন