রাজধানীতে বন্দুকযুদ্ধে ২ জঙ্গি নিহত
রাজধানীর হাজারীবাগে জঙ্গিদের সঙ্গে গোয়েন্দা (ডিবি) পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে দুই জঙ্গি নিহত হয়েছে। নিহতরা হলেন- কামাল ওরফে হিরন (৩২) ও নোমান ওরফে আবদুল্লাহ (৩৫)।
বুধবার রাত সাড়ে ১১টায় ডিবির অভিযানকালে শিকদার হাসপাতালের পেছনে বেড়িবাঁধ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
রাত পৌনে ১টার দিকে অজ্ঞাত ওই দুই জঙ্গিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ দুই যুবককে হাজারীবাগ থানার এসআই আব্দুল জলিল ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ দুটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান বলেন, ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এই দুই যুবক নিহত হয়েছে। পরে তাদের মরদেহ হাজারীবাগ থানার কাছে হস্তান্তর করে।
ঘটনাস্থল থেকে দুইটি পিস্তল ও একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে ডিমএপির উপ-কমিশনার (মিডিয়া) মারুফ হাসান সরকার বলেন, ‘নিহত দুইজনই জঙ্গি সদস্য। এর মধ্যে কামাল গাবতলী ও আশুলিয়ায় পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন