চালককে জেল-জরিমানা :
রাজধানীর কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ
ফিটনেসবিহীন গাড়ি ও নকল লাইসেন্সের বিরুদ্ধে অভিযানকালে রাজধানীর তালতলা এলাকায় হিমাচল পরিবহণের একটি যাত্রীবাহী বাসের চালককে জেল-জরিমানা করায় যানচলাচল বন্ধ করেছেন পরিবহণ সংশ্লিষ্টরা। এতে ওই এলাকার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
রোববার সকাল ১০টা থেকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত নিয়ে এ অভিযান চালায়।
জানা গেছে, অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজধানীর তালতলা এলাকায় হিমাচল পরিবহণের যাত্রীবাহী একটি বাসের চালককে জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দেন। এ ঘটনার পর পরিবহণ সংশ্লিষ্ট লোকজন ওই এলাকায় জড়ো হন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
সড়কে অবরোধ থাকায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে লোকজন চরম ভোগান্তিতে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান, দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেসব গাড়ি ডিপোতে যাচ্ছে সেখান থেকে সেগুলো আর ফিরছে না । তারা বন্ধ করে রাখছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিপোতে যাওয়া গাড়িগুলো না ফেরায় সড়কে বাসের সংখ্যা কমে গেছে। এ ছাড়া অনেক জায়গায় গাড়িতে যাত্রী না ওঠানোর অভিযোগ পাওয়া গেছে। ফলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
তালতলা ছাড়াও গুলিস্তানসহ অন্যান্য কয়েকটি এলাকায়ও গাড়ি বন্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন