শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘রাজধানীর বেদখল খাল পুনরুদ্ধারে ৬ ফেব্রুয়ারি থেকে অভিযান’

রাজধানীর বেদখল হওয়া খাল উদ্ধারে আগামী ৬ ফেব্রুয়ারি যৌথ অভিযান শুরু হচ্ছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘এ দিন নগরীর পূর্বাঞ্চলীয় নন্দীপাড়ার ত্রিমোহনী খাল অভিযান চালানো হবে। এরপর অন্যান্য খাল ও বেড়িবাঁধ সড়কে চলবে যৌথ অভিযান।’ রবিবার বিকালে নগরভবনে ঢাকা জেলা প্রশাসন ও ওয়াসাসহ সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।

মেয়র বলেন, ‘খাল পুনরুদ্ধার করতে না পারলে ঢাকার জলাবদ্ধতা দূর হবে না। এ জন্য এ বছর অন্তত একটি হলেও খাল উদ্ধার করতে হবে। ৬ ফেব্রুয়ারি নন্দীপাড়া ত্রিমোহনী খাল দিয়ে এ অভিযান শুরু হবে। খালটি উদ্ধারের পর আর যেন বেদখল না হয়, সে জন্য সবকিছু করা হবে।’ তিনি বলেন, ‘খাল ও ফুটপাত উদ্ধারে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা রয়েছে। অভিযানের সময় কেউ বাধা দিতে এলে প্রতিহত করা হবে।’

অবৈধ দখলের কারণে বেড়িবাঁধ সড়কের সঠিক ব্যবহার হচ্ছে না উল্লেখ করে সাঈদ খোকন বলেন, ‘৯ ফেব্রুয়ারি সেখানে অভিযান চালানো হবে। খালের জমিতে থাকা ভবন ও ধর্মীয় উপাসনালয়সহ সব ধরনের স্থাপনা অপসারণ করা হবে। পর্যায়ক্রমে সব খাল উদ্ধার করা হবে।’ তিনি বলেন, ‘কোনও কোনও খালে রাস্তা হয়ে গেছে। ব্যক্তি ও সংস্থার নামেও রেকর্ড হয়েছে। জমি অধিগ্রহণ করে হলেও খাল উদ্ধার করা হবে।’
ডিএসসিসি মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা থাকলেও বক্স কালভার্ট উদ্ধার প্রায় অসম্ভব। কারণ বক্সকালভার্টের ওপর রাস্তা হয়ে গেছে। এসব রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে বক্সকালভার্ট নিয়ে কী করা যায়, সেটা নির্ধারণে বিশেষজ্ঞ ও ট্রাফিক পুলিশের অভিমত নেওয়া হবে।’

চলমান হকার উচ্ছেদ অভিযানের প্রসঙ্গ টেনে মেয়র বলেন, ‘আমরা রাস্তা ও ফুটপাত জনগণের জন্য উন্মুক্ত করে দিতে কাজ করছি। এ অবস্থা ধরে রাখতে চেষ্টার কমতি নেই। তবে নগরবাসীকেও এ কাজে সম্পৃক্ত হতে হবে।’

মতবিনিময় সভায় ওয়াসার এমডি প্রকৌশলী তাকসীম এ খান বলেন, ‘খাল উদ্ধার করার পর আবার দখল হয়ে যায়। এ জন্য উদ্ধারের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া প্রয়োজন।’

ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘রাজধানীতে অনেক খালের অস্তিত্বই নেই। রাস্তা, দোকান, বাড়ি, শিল্প প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা গড়ে দখল করে রাখা হয়েছে।’

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত জামিল, ডিএসসিসির প্রধান প্রকৌশলী ফরাজী শাহাবুদ্দিন আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এমকে বখতিয়ার, নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ