রাজধানীর যেসব স্থানে বসছে পশুর হাট
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মোট ২০টি পশর হাট বসছে এ লক্ষ্যে ইজারা সম্পন্ন করা হয়েছ। এই হাট গুলো ছাড়াও আরো ৬ টি নতুন হাট বসার জন্য প্রক্রিয়া চলছে।
সিটি কর্পোরেশন সুত্র জানিয়েছে, রাজধানীর ২০ টি হাটের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮টি এবং দক্ষিণে ১২টি হাট বসছে। নতুন হাট গুলোর মধ্যে উত্তরে ৫ টি দক্ষিনে ১টি হাট বসতে পারে, তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উত্তরের হাটগুলো হলো,
মিরপুর সেকশন-৬ এর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, উত্তরা ১১ ও ১৩নং সেক্টরের হাট, কুড়িল ফ্লাইওভার সংলগ্ন পূর্বাচলমুখী তিনশ ফুট সড়কের পাশের হাট, সোনারগাঁও জনপথ সংলগ্ন খালি জায়গায় হাট, খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা, বাংলাদেশ পুলিশের হাউজিংয়ের জমি ও সংলগ্ন খালি জমি, ভাষানটেক বেনারশি পল্লী খেলার মাঠ সংলগ্ন খালি জায়গায় ১টি হাট বসানো হবে। এছাড়া গাবতলির স্থায়ী হাট রয়েছে উত্তরে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১টি পশুর হাট গুলোর মধ্যে রয়েছে, হাজারীবাগের ঝিগাতলা, মেরাদিয়া হাট, সাদেক হোসেন খোকা খেলার মাঠ, রহমতগঞ্জ খেলার মাঠ, শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠ, ধুপখোলা হাট, ব্রাদার্স ইউনিয়ন বালুর মাঠ, পোস্তগোলা শশ্মানঘাট, কামরাঙ্গীরচর হাট, যাত্রাবাড়ী কাঁচাবাজার হাট, কমলাপুর স্টেডিয়ামের আশপাশের এলাকা নিয়ে গঠিত হাট।
প্রক্রিয়াধিন নতুন হাটগুলো হচ্ছে, বাড্ডার ইন্দুলিয়া, দাউকান্দি, বাঘাপুর, আশিয়ান সিটি হাউজিং, ভাটারার সাইদনগর, রায়ের বাজার হাট।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, কোরবানি পশুর হাট ইজারার মাধ্যমে সিটি করপোরেশনের আয়ের একটা বড় অংশই আসে। এমনিতেই সিটি করপোরেশন ভাগ হওয়ায় উত্তরের ভাগে দক্ষিণের তুলনায় হাটের সংখ্যা কম। আমরা অনুকূল জায়গা খুঁজছি নতুন হাট বসানোর জন্য। এরই মধ্যে আগারগাঁও তালতলার বড় হাটটি বন্ধ করে দিতে হয়েছে সেখানকার হাসপাতালগুলোর জন্য। তাই মোহাম্মদপুর, ধানমণ্ডির বাসিন্দাদের সুবিধার কথা চিন্তা করেই রায়েরবাজারের হাটটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই হাটটি নিয়ে গাবতলী হাটের ইজারাদারের আপত্তি থাকায় মেয়র মহোদয় ও আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা হচ্ছে। এখনও পর্যন্ত এই হাটের ব্যাপারে ডিএনসিসি ইতিবাচক অবস্থানেই আছে। আর আয়তন বড় হওয়ায় বাড্ডা এলাকার জন্য নতুন হাট করার প্ররিকল্পনা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন