রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজধানীর সড়কে গাড়ি নড়ছে না, যাত্রীদের অসহনীয় দুর্ভোগ

সরকারি চাকরিতে কোট পদ্ধতি বাতিলের দাবিতে প্রায় এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এরমধ্যে দুদিন ধরে চলছে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় রাজধানীর শাহবাগ ছড়িয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে দুদিন ধরেই রাজধানীজুড়ে দীর্ঘ যানজট পরিস্থিতি তৈরি হয়েছে।

সোমবার বিকাল ৪টা থেকেই রাজধানীর শাহবাগ, নিউমার্কেট, মৎস ভবন, মিন্টোরোড, গুলিস্তান, সায়েন্সল্যাব, সদরঘাট, নীলক্ষেত, চাঁনখারপুল, বঙ্গবাজার, ফার্মগেটসহ বিভিন্ন পয়েন্টমুখী সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর ফলে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

দুর্ভোগে পড়োদের মধ্যে অসুস্থ রোগী, নারী-শিশু, স্কুলগামী শিক্ষার্থী ও অফিস ফেরত যাত্রীরাও রয়েছেন। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হতে দেখা গেছে বিভিন্ন এলাকার যাত্রীদের।

রাত সাড়ে ৮টার দিকে শাহবাগ নতুন কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে অবস্থান ত্যাগ করলেও সড়কে যানজট কমেনি এখনো। সড়কে সড়কে পরিবহনের দীর্ঘ সাড়ি এবং যাত্রীর ভিড় লক্ষ করা গেছে রাজধানীর বিভিন্ন এলাকায়।

এদিন বিকাল ৩টা থেকে শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনে সড়কে অবস্থান নিতে শুরু করেন। একদিকে শাহবাগে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। অন্যদিকে সায়েন্সল্যাবে অবস্থান নেন ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। গুলিস্তানের জিরো পয়েন্টে এসে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া সারাদেশের বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক ও রেলপথ অবরোধ করে কর্মসূচি পালন করেন।

চাকরিতে কোটা পদ্ধতি আংশিক বাতিল করে ২০১৮ সালের সরকারি পরিপত্র বহাল রাখার দাবিতে গত ৩ জুলাই থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এ সংক্রান্ত একটি রিটে হাইকোর্টের রায়ের বিপরীতে গত বৃহস্পতিবার সরকারের আপিল আবেদন মুলতবি রেখে নিয়মিত আপিলের অনুমতি চেয়ে আবেদন করতে বলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ।

শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের দাবি, সরকারি চাকরিতে কোটা প্রথার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাস করার। তার আগে সরকারের আগের পরিপত্র বহাল করার দাবি জানান তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ