বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজনীতিক জয়ন্ত বিশ্বাসের আত্মহত্যা! কেন?

যশোর: যশোরের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ জয়ন্ত বিশ্বাস (৪৮) আর নেই। সোমবার ভোরে শহরের বেজপাড়ার বোনের বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

ব্যক্তি জীবনে অবিবাহিত জয়ন্ত বিশ্বাস হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তার সুহৃদরা ধারণা করছেন।

জয়ন্ত বিশ্বাস ছিলেন নাট্যকর্মী, নাট্য নির্দেশক এবং যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক। তার এভাবে চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না সহকর্মী ও স্বজনরা। কেন তাকে এভাবে চলে যেতে হলো তা নিয়ে উঠেছে প্রশ্নের ঝড়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, স্বজনদের মাধ্যমে খবর পেয়ে সোমবার সকাল পৌনে ৯টার দিকে জয়ন্ত বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুপুরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর তার লাশ নিয়ে যাওয়া হয় যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদ, জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গন হয়ে নীলগঞ্জ শ্মশানে।

তার স্বজনরা জানান, জয়ন্ত বিশ্বাস ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। শুরুতে তিনি ছাত্রলীগ, যুবলীগ হয়ে আওয়ামী লীগে যুক্ত হন। পালন করেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন রাজপথে। গত মেয়াদের যশোর জেলা আওয়ামী লীগের কমিটিতে তিনি ছিলেন সাংস্কৃতিক সম্পাদক।

কিন্তু গত মাসে কেন্দ্র থেকে ঘোষিত জেলা কমিটিতে তার ঠাঁই হয়নি। তবে এ নিয়ে তিনি কোথাও কোনো অনুযোগ না করলেও তার মাঝে হতাশা ছিল বলে তার বন্ধুমহল মনে করেন।

যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান জানান, জয়ন্ত বিশ্বাসের মত মানুষের এভাবে চলে যাওয়া খুবই দুঃখজনক। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। কেন তিনি এভাবে চলে গেলেন সে প্রশ্ন আমাদের মাঝেও রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার

যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন

শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট

বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন

জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান

জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন

  • শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
  • যশোরে ৬ শিক্ষার্থীকে নগ্ন করলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক!
  • যশোরে হাসপাতাল থেকে নবজাতক চুরি
  • ‘সন্ধ্যায় পালানো আসামি মধ্যরাতে বন্দুকযুদ্ধে নিহত’
  • যশোরে বজ্রপাতে ভাইবোন নিহত! আহত মা
  • যশোরে অসুস্থ্য হয়ে ১০ ছাত্রী হাসপাতালে, অভিযোগ প্রতিষ্ঠানের বিরুদ্ধে
  • বিয়ের নামে তরুণীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন
  • মায়ের প্রেমিককে কুপিয়ে হত্যা করলো ছেলে
  • যশোরে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার
  • যশোরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৬ আহত ৩৫
  • যশোরে গুলিতে যুবক নিহত
  • যশোরে নারী হোটেল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা