রাজনীতির পাঠ নিতে আমেরিকা যাচ্ছেন মালালা
ব্রিটেন ছেড়ে আটলান্টিক পারে ক্যালিফোর্নিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই৷ তিনি জানিয়েছেন, রাজনীতির প্রকৃত পাঠ গ্রহণের জন্য তিনি আমেরিকার স্বনামধন্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে চান।
তালেবান হামলার শিকার মালালা বর্তমানে পরিবারসহ যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থান করছেন।
দ্য সানডে টাইমসের খবরে বলা হয়, জীবনযুদ্ধে জয়ী এই অষ্টাদশী ইতিমধ্যে ঘুরে ফেলেছেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির আইভি লিগ ক্যাম্পাস৷ তাঁর বাবা জিয়াউদ্দিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মালালার ব্যাপারে উদ্বেগের কারণ একটাই৷ ব্রিটেন থেকে আমেরিকায় গিয়ে সেখানকার আবহাওয়ায় ও কী রকম থাকবে, সেটাই তাঁদের চিন্তায় রেখেছে৷ ব্রিটেনে সাধারণত সূর্যের দেখা পাওয়াটাই দুষ্কর৷ এত দিন সেখানেই মালালা মানিয়ে নিয়েছিল৷ কিন্তু এবার আমেরিকায় যেখানে ও যাচ্ছে, সেখানে ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই প্রখর সূর্যালোকে বসবাস করতে হয়৷সূর্যাস্তও হয় অনেক দেরিতে৷
এ-লেভেল যোগ্যতায় উত্তীর্ণ হওয়ার পর আগামী বছরই মালালা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছে৷ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ই এখনও পর্যন্ত তাঁর প্রথম পছন্দ, তবে অক্সফোর্ডে ভরতি হওয়ার আশাও উড়িয়ে দেননি মালালা৷ এজবাস্টন বিদ্যালয়ের এক শিক্ষিকার সঙ্গে মালালা এই বিশ্ববিদ্যালয় ঘুরেও এসেছেন৷
শান্তির জন্য গতবারের নোবেল বিজয়িনী জানিয়েছেন, একদিন পাকিস্তানে তিনি সত্যি সত্যিই ফিরতে চান এবং একজন রাজনীতিক সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া তার স্বপ্ন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন