রাজনীতি বন্ধ করে সেবা দিন, ডাক্তারদের স্বাস্থ্যমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম শ্লোগানের রাজনীতি বন্ধ করে জনগণের সেবা করার জন্য ডাক্তারদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হোমিপ্যাথিক শিক্ষক ও চিকিৎসকদের সমাবেশে মন্ত্রী এই আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দায়িত্ব পালন না করে শুধু রাজনীতি করবেন, জয়বাংলা স্লোগান দেবেন তা হবে না। যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে। শুধু শ্লোগান দিলে চলবে না।’
বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘নির্বাচনের ব্যাপারে আমরা কোনো আবদার শুনবো না। জনগণের প্রতি যদি আস্থা না থাকে তাহলে কেন রাজনীতি করেন? কেউ দেশের জনগণের প্রতি আস্থা না রাখলে সে দোষ তো আমাদের নয়। নির্বাচনে কে এলো, কে এলো না, এটা কোনো ব্যাপার না। সংবিধান অনুযায়ী যথাসময়ে শেখ হাসিনার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
নাসিম বলেন, ‘যারা নির্বাচনে অংশগ্রহণ না করে জ্বালাও-পোড়াও করে, মানুষ হত্যা করে তারাই এখন গণতন্ত্রের কথা বলে। আরা যাই হোক মানুষ হত্যাকারীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। গণতন্ত্র ছাড়া কোনো দেশ চলতে পারে না। এখন গণতন্ত্র আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এগিয়ে যাচ্ছে।’
ভুয়া ক্লিনিক ও ঔষধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চটকদার বিজ্ঞাপন নিয়ে যারা ভেজাল ওষুধ বিক্রি করছে তাদের বিরুদ্ধে সবাকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভেজাল ওষুধ বিক্রি বন্ধ করতে হবে।’
হোমিপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায়ের সভাপতিত্বে সভায় ঢাকা মাহনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বক্তব্য দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন