রাজনের গ্রামেই আরেক শিশু শ্রমিককে নির্যাতনে হত্যা
শিশু শেখ সামিউল আলম রাজন হত্যার দেড় মাসের মাথায় তার গ্রামেই আরেক শিশু শ্রমিককে পিটিয়ে ও মাথা থেঁতলে দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। বিস্কুট ফ্যাক্টরির শৌচাগারে আটকে রেখে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে- এ অভিযোগ এনে নগরীর জালালাবাদ থানায় মামলা করেছেন শিশুটির বাবা।
নিহত শিশু শ্রমিকের নাম আকমল হোসেন (১১)। সে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার পাহাড়পুর (পূর্ব রাজনপুর) গ্রামের এখলাছ মিয়ার ছেলে। আকমল চার ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয়। শহরতলীর টুকেরবাজার ঘোপাল এলাকার ফুড মার্ক ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করত সে।
আকমলের বাবা এখলাছ মিয়া ফ্যাক্টরির মালিকসহ দু’জনের নাম দিয়ে ও অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে মামলা করেন। আসামিরা হচ্ছেন- টুকেরবাজারের লন্ডনী বাড়ি ও ফুড মার্ক ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক ওহাব আলী ও গোলাপগঞ্জ থানার ফুলসাঈন গ্রামের মৃত হাসিবের ছেলে বর্তমানে ওই বিস্কুট ফ্যাক্টরির মিস্ত্রি আবদুর রহমান। তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, দেয়াল চাপা পড়ে আকমল মারা গেছে।
এখলাছ মিয়া শনিবার বলেন, আমার স্ত্রীর বোনের ছেলে কামরুল ইসলামের মাধ্যমে বৃহস্পতিবার দেয়াল চাপা পড়ে আকমল আহত হওয়ার খবর পাই। পরে ফ্যাক্টরিতে গিয়ে জানতে পারি সে ওসমানী হাসপাতালে রয়েছে। হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলের মৃতদেহ পড়ে আছে। পরদিন মামলা করি।
এজাহারে বলা হয়েছে, আকমলের বকেয়া বেতন নিয়ে সপ্তাহখানেক আগে ফ্যাক্টরি মালিক ওহাব আলীর সঙ্গে এখলাছ মিয়ার কথা কাটাকাটি হয়।
এর জের ধরেই বৃহস্পতিবার বিকালে আকমলকে শৌচাগারে নিয়ে বেদম মারধর করে ইট দিয়ে মাথায় আঘাত করা হলে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে আকমলকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। খবর পেয়ে রাতেই তিনি এসে লাশ শনাক্ত করেন।
ময়নাতদন্ত শেষে পরদিন শুক্রবার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে আকমলকে দাফন করা হয়। জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, আকমলের বাবার অভিযোগ আমলে নিয়ে মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। নির্যাতনে মারা গেছে নাকি দেয়াল চাপা পড়ে মারা গেছে তা তদন্তের আগে বলা সম্ভব নয়। ফ্যাক্টরির মালিক ওহাব আলী জানান, ঘটনার সময় প্রস্রাবখানার দেয়ালের ওপর লাফালাফি করে উঠতে গেলে দেয়াল ধসে পড়ে আকমল মারাত্মক আহত হয়। পরে তার মৃত্যু হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন