রাজনের বাড়িতে চলছে ওরস, সাজানো হয়েছে কবর
নির্মমভাবে খুন হওয়া সিলেটের শিশু সামিউল আলম রাজনের গ্রামের বাড়ি বাদেআলীতে শুরু হয়েছে ওরস মাহফিল। রোববার সন্ধ্যা থেকে ওরস শুরু হয়, চলবে বাদ ফজর পর্যন্ত।
নিহত রাজনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাজনের প্রপিতামহ সৈয়দ শেখ ছাইদ আলী শাহ ছিলেন একজন পীর। তিনি মারা যাওয়ার পর তার বসতভিটার পাশে সমাহিত করা হয়। নরপশুদের নির্যাতনে খুন হওয়া রাজনকেও ছাইদ আলী শাহ’র কবরের পাশেই সমাহিত করা হয়েছে।
ছাইদ আলীর মৃত্যুর পর থেকে সেখানে প্রতিবছরই ওরস মাহফিল হয়ে আসছে। আর এ আয়োজনের জন্য একটি কমিটিও রয়েছে। কমিটির বর্তমান সভাপতি মন্তাজ আলী। তিনি জানান, প্রতিবছরই সৈয়দ শেখ ছাইদ আলী শাহ’র মাজারে একদিনব্যাপী ওরস মাহফিল হয়। এবারও এ ওরস মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি আরো জানান, রোববার সন্ধ্যা থেকে ওরস শুরু হয়েছে। এবারের ওরসে কোরআন খতম, বাদ এশা থেকে জিকির, মিলাদ, বাদ ফজর দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া শেষে শিরনী বিতরণের মধ্য দিয়ে ওরস মাহফিল শেষ হবে বলে জানান মন্তাজ।
তবে গ্রামের বাসিন্দারা জানিয়েছে, প্রতি বছরের চেয়ে এবার বড় আকারে ওরস হচ্ছে। এবারের ওরসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসবে। এছাড়াও বাউল শিল্পীরা এসে সেখানে গান পরিবেশন করবে।
রোববার দুপুরে নিহত রাজনের বাড়িতে গিয়ে দেখা গেছে, ওরসের জন্য রাজনের কবর ও তার প্রপিতামহের কবর লাইটিং করা হচ্ছে। কবরস্থানের প্রবেশমুখে নির্মাণ করা হয়েছে তোরণ। কবরস্থানের পাশে ক্ষেতের জমিতে তৈরি করা হচ্ছে মঞ্চ। বাসেছে বিভিন্ন রকমের দোকানপাটও। এছাড়াও রাজনের বাড়ির প্রবেশমুখে ওরসের তোরণ নির্মাণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে নির্মমভাবে হত্যা করা হয়। মাত্র ৪ মাস পর বহুল আলোচিত ওই হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। এতে মামলার প্রধান আসামি প্রবাসী কামরুল ইসলামসহ চারজনকে ফাঁসির আদেশ দেয়া হয়। একজনকে যাবজ্জীবন, কামরুলের ৩ ভাইকে সাত বছরের এবং দুজনকে ১ বছরের সশ্রম কারাদণ্ডে দাণ্ডিত করা হয়। এছাড়া অপর তিনজনকে বেকসুর খালাস দেয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন
সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন