রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে
প্রার্থী ভাগাভাগি চায় না বিএনপি
প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। পৌর নির্বাচনে তৃণমূলের প্রচারণায় থাকছেন না বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
তবে এখনো আনুষ্ঠানিকভাবে দলের কেন্দ্রীয় নেতারা প্রচার প্রচারণায় মাঠে নামেননি। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের মতো বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পৌর নির্বাচনেও সরাসরি প্রচারণায় অংশ নেবেন কিনা না এ বিষয়টি এখনো তৃণমুলের কাছে জানায়নি দলের হাই কমান্ড।
তবে সিদ্ধান্ত আছে কেন্দ্রীয় নেতাদের মাঠে নামার। খুব শিগগিরই কেন্দ্রীয় নেতারা প্রার্থীদের পক্ষে প্রচারণায় যাবেন। তারা ২০ দলীয় জোটের মধ্যে প্রার্থী ভাগাভাগির চিন্তা করছেন না, নির্বাচনকে নিয়েছেন রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে।
বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, মাঠের প্রচারণায় আমাদের নেত্রীর খুব বেশি প্রয়োজন নেই। আমরাই যথেষ্ট। জনগণ মুখিয়ে রয়েছে তারা কখন ধানের শীষে সিল দিবেন, তবে তারা আদৌ সিল সঠিকভাবে দিতে পারবে কিনা এ প্রশ্ন তাদের মধ্যে রয়েছে।
বিএনপির পৌর নির্বাচনের সমন্বয়ক মোহাম্মদ শাহজাহান বলেন, আমাদের বেশ কয়েকটি কমিটি করা বাকি রয়েছে, এগুলো করার পর আমাদের কেন্দ্রীয় সেল থাকবে, সেই সেল সিদ্ধান্ত নেয়ার পর আমাদের কেন্দ্রীয় নেতারা যেখানে যাওয়ার অবশ্যই যাবেন।
বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমাদের নেতারা যোগাযোগ রাখছেন। ইতিমেধ্যে অনেক নেতা যাওয়া শুরু করেছে।
দলীয় প্রতীকে না হলেও দেশের বিভিন্ন জায়গায় স্বতন্ত্র হিসেবে মেয়র প্রার্থী দিয়েছে ২০ দলীয় জোটের অন্যতম শরীক জামায়াতে ইসলাম। বিষয়টি আমলে নিতে চায় না বিএনপি।
বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, জামায়াত মার্কা নিয়ে নির্বাচন করতে পারছে না ,তারা স্বাধীনভাবে নির্বাচন করছে বলা হচ্ছে, কিন্তু আমরা আমাদের কর্মকাণ্ড নিয়ে এতো ব্যস্ত যে অন্য দলগুলো কি করছে তা আমরা বলতে পারছি না।
বিএনপির পৌর নির্বাচনের সমন্বয়ক মোহাম্মদ শাহজাহান বলেন, আমরা এই নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, যেহেতু রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি তাই কে কয়টা আসন পেল, কাকে কয়টা দিতে পারলাম এইটা মুখ্য বিষয় নয়। বড় বিষয় হলো আমাদের এই রাজনৈতিক চ্যালেঞ্জটিকে প্রতিষ্ঠা করা এবং এই লড়াইকে এগিয়ে নেওয়া।
নির্বাচন কমিশন, প্রশাসন এবং পুলিশকে পৌরনির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন দলের নেতারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন