কেরানীগঞ্জে সভায় খাদ্যমন্ত্রী
‘রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোন মুক্তিযোদ্ধাকে অন্তর্ভুক্তের সুযোগ নেই’
রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো মুক্তিযোদ্ধাকে বাদ দেওয়া বা তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। যাচাই-বাছাই এর মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রনয়নের জন্য আজকের আয়োজন। আজ শনিবার সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির উদ্ধোধনী সভায় এ কথা বলেন খাদ্যমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করে। বিএনপি-জামায়াত সরকারের আমলে ৪৫ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা তালিকায় আসেন। বর্তমান সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করার জন্য উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় আজকের এ আয়োজন।
তিনি আরো বলেন, এ লক্ষ্যে কেরানীগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে আমাকে সভাপতি করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী এক সপ্তাহের প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই করে তালিকা টানিয়ে দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর সভাপতিত্বে উদ্ধোধনী সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া(কমান্ডার ঢাকা জেলা ইউনিট কমান্ড), মোঃ হাবিবুর রহমান(ঢাকা জেলা ইউনিট কমান্ড), মোঃ শাহজাহান(কমান্ডার কেরানীগঞ্জ উপজেলা কমান্ড), মোঃ সিদ্দিকুর রহমান এবং ডেপুটি কমান্ডার, ডাঃ নুর মোহাম্মদ, মোঃ শহিবুদ্দিন, হাজি মোঃ ফিরোজ আলম ও শফিউল আযম খান বারকু।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, তিনটি ক্যাটাগরিতে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হবে। তিনি আরো বলেন, কেরানীগঞ্জ উপজেলায় মোট সবুজ-লাল বই, গেজেট তালিকাভুক্ত, অনলাইন ও মন্ত্রনালয়ে সরাসরি আবেদনসহ ৮৫৭ জন মুক্তিযোদ্ধা রয়েছে। এদের মধ্যে থেকেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রনয়ন করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন
রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
রাজধানীর বনানী ও ভাটারায় পৃথক ঘটনায় দুই নারীর ঝুলন্ত মরদেহবিস্তারিত পড়ুন
সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন,বিস্তারিত পড়ুন