শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজনৈতিক সহিংসতায় গত বছর নিহত দেড় শতাধিক

বাংলাদেশে একটি শীর্ষ স্থানীয় মানবাধিকার সংগঠন বলছে, গত বছর রাজনৈতিক সহিংসতায় দেড়শ’র বেশি লোক নিহত এবং প্রায় ছয় হাজার মানুষ আহত হয়েছে।
আইন ও সালিশ কেন্দ্র আজ প্রকাশিত তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, এসব ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতি ছিল, কিন্তু একটি ঘটনাও বিচারের মুখোমুখি করা হয়নি।

সংগঠনটি বলেছে, ঘটনাগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহারের দিকেই বেশি নজর থাকায় মামলা হলেও তা এগোয় না। তবে সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।

গত বছরের প্রথম তিন মাস বাংলাদেশে ছিল রাজনৈতিকভাবে সহিংস পরিবেশ। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিএনপির নেতৃত্বাধীন জোট লাগাতার অবরোধ হরতাল কর্মসূচি নিয়েছিল।

bangla_violence

সে সময় সারাদেশে যানবাহনে অগ্নিসংযোগ এবং পেট্রোলবোমা হামলায় বহু ঘটনা ঘটে। হাসপাতাল অভিমুখে ছিল অগ্নিদগ্ধ মানুষের স্রোত।

আইন ও সালিশ কেন্দ্র বলেছে, গত বছর রাজনৈতিক সহিংসতায় ১৫১ জন নিহত এবং ছয় হাজারের মতো মানুষ যে আহত হয়েছে। এর বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে প্রথম তিন মাসের রাজনৈতিক সহিংসতায়।

কেন্দ্রটির নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, বছরের পরের অংশে দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলসহ বিভিন্ন কারণে সহিংস ঘটনা ঘটেছে।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গত বছরের প্রথম তিন মাসের রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোকে নিয়ে দু’শতাধিক মামলা হয়েছে। আর সারা বছরে মামলা হয়েছে চারশ’র মতো।

bangla_violence

আইন ও সালিশ কেন্দ্রের মতে, এ ধরণের মামলার প্রকৃত সংখ্যা আরও বেশি হবে।

এসব মামলায় অজ্ঞাতনামা হিসেবে হাজার হাজার অভিযুক্ত করা হয়েছে। ফলে অভিযুক্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাবে।

সুলতানা কামাল বলেছেন, ঘটনাগুলো নিয়ে সরকার এবং বিরোধী – দু’পক্ষ থেকেই অনেক রাজনীতি হয়েছে।

কিন্তু একটি মামলাও বিচারের মুখোমুখি করা হয়নি।

bangla_petrol_bomb_violence_

পুলিশের কর্মকর্তারা দাবি করেছেন, গত বছরের রাজনৈতিক সহিংসতা নিয়ে মামলাগুলোর ৭০টির মতো মামলার চার্জশীট দেয়া হয়েছে।অন্যগুলোর তদন্ত শেষ পর্যায়ে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সরকার এসব মামলা নিয়ে কোন রাজনীতি করছে না।

বিবিসিকে তিনি বলেন, “কিছু মামলায় চার্জশিট হয়ে গেছে। অন্যগুলোর তদন্ত চলছে। এগুলো দ্রুত বিচারের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে।”

তবে এসব তদন্ত রাজনৈতিক প্রভাবের বাইরে সঠিকভাবে হবে কিনা, তা নিয়েও প্রশ্ন তুলছে মানবাধিকার সংগঠনগুলো।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে