রাজন হত্যাকাণ্ড তদন্ত, দুই পুলিশকে পুরস্কার
শিশু সামিউল আলম রাজনের হত্যাকাণ্ডের মামলার তদন্তে বিশেষ কৃতিত্ব দেখানোয় সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) দুই কর্মকতাকে ‘পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদক’ দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, কৃতিত্বের জন্য ডিবির পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ও সহকারী কমিশনার গোপাল চক্রবর্তী আইজিপি পুরস্কার পেয়েছেন। সুরঞ্জিত তালুকদার মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন। গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক তাঁদের কাছে এই পদক তুলে দেন।
জেলার কুমারগাঁওয়ের সুন্দর আলী মার্কেটে ‘চুরি’র অভিযোগ তুলে গত বছরের ৮ জুলাই শিশু সামিউল আলম রাজনকে (১৩) পিটিয়ে হত্যা করা হয়।
এর পর গত বছরের ৮ নভেম্বর সিলেটের এক আদালত রাজনকে (১৩) পিটিয়ে হত্যায় মামলার প্রধান আসামি কামরুল ইসলামসহ চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
রায়ে মামলার ১৩ আসামির মধ্যে খালাস পান তিনজন। কামরুলের তিন ভাইয়ের হয় সাত বছর করে কারাদণ্ড। বাকিদের মধ্যে এক জনের যাবজ্জীবন এবং দুজনের এক বছরের করে কারাদণ্ড হয়।
রায়ে এক বছর করে কারাদণ্ডাদেশ পাওয়া দুজনকে এক হাজার টাকা করে এবং দণ্ডপ্রাপ্ত অন্যদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে তাদের আরো দুই মাস কারাদণ্ডাদেশ ভোগ করতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন