রাজন হত্যাকান্ড: আরও একজন আটক
সিলেটের কুমারগাঁও এলাকায় শিশু রাজন হত্যা মামলায় জড়িত সন্দেহে আয়াজ আলী (৪৫) নামে আরও এক জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। কুমারগাঁও এলাকার শেখ পাড়া থেকে শুক্রবার রাত দেড়টার দিকে তাকে আটক করা হয়। আলোচিত ওই হত্যাকাণ্ডের পর এ পর্যন্ত মোট ১৩ জনকে আটক করা হয়েছে।
আটক আয়াজ আলী দোয়ারা বাজার এলাকার মোস্তফা আলীর ছেলে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, থানা পুলিশের সহোযগীতায় ডিবি পুলিশ শেখ পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজন হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাকে আটক করে।
এদিকে চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলা ও অসাদরচণের জন্যে সিলেট মেট্রোপলিটনের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মো. আলমগীর হোসেনকে ক্লোজড ও উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন
সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন