রাজন হত্যা : কামরুলকে ফিরিয়ে আনা হচ্ছে বৃহস্পতিবার
সিলেটের শিশু শেখ সামিউল ইসলাম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার সকল প্রস্তুতি শেষ হয়েছে। সৌদি সরকারের সহায়তায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত কামরুল ইসলামকে নিয়ে দেশে ফিরবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বিকেলে এক বার্তায় জানায়, শিশু শেখ সামিউল ইসলাম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে আদালতের মুখোমুখি করতে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দফতর এবং সৌদির বাংলাদেশ মিশন একযোগে কাজ করছে। প্রধান আসামি কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে।
সৌদিতে বসবাসরত প্রবাসীরা প্রধান আসামি কামরুল ইসলামকে আটক করতে সহায়তা করেছেন। প্রবাসীরাই কামরুলকে চিহ্নিত করে গত ১৩ জুলাই সৌদি আরবের পুলিশের কাছে হস্তান্তর করেন।
আলোচিত এই শিশু হত্যা মামলার অভিযুক্ত আসামিকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তা বর্তমানে সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার অভিযুক্তকে নিয়ে দেশে ফিরবেন পুলিশের কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, অভিযুক্ত কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনতে সৌদি আরব সহায়তা করায় বাংলাদেশ সরকার দেশটির প্রতি কৃতজ্ঞ।
অভিযুক্ত কামরুলকে দেশে ফিরিয়ে আনতে রবিবার রাতে সৌদি আরব যান বাংলাদেশ পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ ও সহকারী পুলিশ কমিশনার এ এফ এফ নেজাম উদ্দিন।
এই সংক্রান্ত আরো সংবাদ
আড়াই বছর পর কারাগার থেকে বের হলেন পি কে হালদার
বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত প্রশান্ত কুমার (পি কে) হালদার ভারতেরবিস্তারিত পড়ুন
আয়কর রিটার্ন জমার সময় আবারও এক মাস বাড়লো
ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষেরর আয়কর রিটার্ন দাখিলের সময় আরওবিস্তারিত পড়ুন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বিজিবির সাবেক মহাপরিচালক মইনুলকে
বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরেরবিস্তারিত পড়ুন