রাজন হত্যা : কামরুল এখন সিলেটে
শিশু সামিউল আলম রাজন হত্যাকান্ডের মূল হোতা কামরুল ইসলামকে সিলেটে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় কামরুলকে নিয়ে সড়ক পথে ঢাকা থেকে সিলেট এসে পৌঁছায় পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন
কামরুল ইসলামকে সরাসরি নগরীর নাইওরপুলে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে নিয়ে আসা হয়।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কামরুলকে নিয়ে সৌদি আরব থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় পুলিশের ৩ সদস্যের টিম। সন্ধ্যার দিকে সড়ক পথে সিলেট রওনা দেয় পুলিশ।
গত সোমবার কামরুলকে দেশে ফিরিয়ে আনতে সৌদি আরব যান পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত সুপার মাহাবুবুল করিম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ ও সহকারী পুলিশ কমিশনার এএফএফ নেজাম উদ্দিন।
প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর প্রধান আসামী কামরুল সৌদি আরব পালিয়ে যায়। তাকে গ্রেফতারে সৌদি সরকারের সহযোগিতা চাওয়া হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন