শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

রাজন হত্যা, পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রতিবেদন জমা!

পুলিশের বিরুদ্ধে নিহত শেখ সামিউল আলম রাজনের পরিবারের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। তবে, প্রায় ৪০০ পৃষ্ঠার এই প্রতিবেদনে কি আছে, তা এখনো জানা যায়নি। মুখ খুলতে নারাজ ওই কমিটির সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তদন্ত কমিটি সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে তাদের প্রতিবেদনটি জমা দেয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রুকন উদ্দিনকে প্রধান করে গঠন করা হয় এ তদন্ত কমিটি। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মহানগর পুলিশের উপ-কমিশনার মুশফেকুর রহমান ও এডিসি (দক্ষিণ) জেদান আল মুসা।

সামিউল হত্যাকাণ্ডের পর তার বাবা ও স্বজনরা থানায় মামলা করতে গেলে জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন ও এসআই আমিনুল ইসলাম তাদের সাথে দুর্ব্যবহার করেছেন এবং প্রকৃত খুনিদের আড়াল করার চেষ্টার অভিযোগ ওঠে। এছাড়া এসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে ৬ লাখ টাকার বিনিময়ে রাজনের ঘাতক কামরুল ইসলামকে সৌদি আরব পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগও করেছেন রাজনের বাবা আজিজুর রহমান।

আর এসব অভিযোগের তদন্ত করতে গত ১৪ জুলাই এ তদন্ত কমিটি গঠন করা হয়। তিনদিনের মধ্যে রিপোর্ট পেশ করার কথা বলা হলেও তদন্ত কমিটি আরো কিছু দিন সময় বেশি নেন। অবশেষে বৃহস্পতিবার রাতে প্রতিবেদন দাখিল করা হলেও এখনি মুখ খুলতে নারাজ কমিটির সদস্যরা। এদিকে দুই পুলিশ কর্মকর্তার মধ্যে এসআই আমিনুল ইসলামকে অভিযোগ উঠার পর জালালাবাদ থানা থেকে প্রত্যাহার করে নেয়া হয়।

উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চোর অপবাদ দিয়ে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। পরে রাজনকে অজ্ঞাত দেখিয়ে জালালাবাদ থানায় পুলিশের এসআই আমিনুল বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে তার পিতা আজিজুর রহমান ছেলেকে শনাক্ত করে মামলা করতে চাইলে পুলিশ সে মামলা না নিয়ে দুর্ব্যবহার করে। এমন অভিযোগ করেন রাজনের পিতা। পরে পুলিশের কোন গাফলতি আছে কিনা, তা তদন্তে ৩ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত

দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন

সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে  দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন

সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে

গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন

  • অনাবৃষ্টি, তীব্র রোদে সংকটে সিলেটের চা-বাগানগুলো
  • বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
  • হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
  • মৌলভীবাজারে ২৯০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ
  • বাঁধ নির্মাণ শুরু হয়নি হাওরে, নীতিমালা বদলালেও
  • নিহতদের পাঁচজনই মাদ্রাসাছাত্র: পাথর তুলতে গিয়ে
  • সিলেটে বন্যার উন্নতি হলেও পিছু ছাড়ছে না দুর্ভোগ
  • সিলেটে দোকানে দোকানে পানি, ব্যবসায়ীদের মাথায় হাত
  • সিলেটে মৃদু ভূমিকম্প
  • সিলেটে ঢলের পানিতে শিশুসহ চার ও বজ্রপাতে একজনের মৃত্যু
  • ১০ ঘণ্টা পর সিলেটের পথে রেল চলাচল শুরু
  • সিরাজগঞ্জে ‘খাদ্যে বিষক্রিয়ায়’ মা-ছেলের মৃত্যু