রাজন হত্যা মামলা যাচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে : আইনমন্ত্রী
সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার বিচারকাজ দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। একই সঙ্গে আগামী তিন থেকে চার দিনের মধ্যে এ বিষয়ে অভিযোগপত্র জমা দেওয়া হবে বলেও জানান আইনমন্ত্রী।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নতুন নিয়োগ পাওয়া সহকারী জজদের ৩২তম বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে আইনমন্ত্রী জানান, কয়েকদিনের মধ্যেই এই মামলায় অভিযোগপত্র দেওয়া হবে। ভবিষ্যতে যাতে আর কেউ এ ধরনের অপকর্ম করার দুঃসাহস দেখাতে না পারে সে জন্য দ্রুত বিচারকাজ সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
গত ৮ জুলাই সিলেটে চুরির অভিযোগে শিশু রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে স্থানীয় কয়েকজন ব্যক্তি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে তোলপাড় শুরু হয়। পরে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেপ্তারের ক্ষেত্রে সরকারের অনুমতির বিধান সংযোজনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, এটা নিয়ে যে বিতর্ক হচ্ছে তা একেবারেই অমূলক। সরকারের অনুমতির বিষয়টি কেবল অবহিত করা।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন

সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন