রাজন হত্যা: রায়ের তারিখ জানা যাবে কাল
সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার ঘটনায় দ্বিতীয় দিনেও যুক্তিতর্ক শেষ না হওয়ায় আগামীকাল মঙ্গলবার পুনরায় যুক্তিতর্কের দিন ধার্য করেছেন আদালত। আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করেন আদালত।
সোমবার সন্ধায় আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে এমনটাই জানিয়েছেন আইনজীবীরা।
সিলেট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ জানান, আগামীকাল অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ঘোষণা করবেন।
আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব জানান, আজ আসামী ৬ জনের যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামীকাল অবশিষ্ট যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করেন আদালত। ন্যায় বিচার হলে আসামিরা খালাস পাবেন বলে আশাবাদী এই আইনজীবীর।
রাজনের বাবার নিযুক্ত আইনজীবী ও জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্লাহ মোহাম্মদ শহিদুল ইসলাম শাহিন ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সময়ের অভাবে আজ যুক্তিতর্ক শেষ হয়নি। কাল অবশিষ্ট যুক্তিতর্ক শেষেই আদালত রায়ের দিন ধার্য করবেন। আমরা আশা করছি এ মাসেই মামলাটির রায় হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন