রাজশাহীকে ১৫৩ রানের লক্ষ্য দিল কুমিল্লা
বিপিএলের শনিবারের দ্বিতীয় ম্যাচে রাজশাহীকে ১৫৩ রানের লক্ষ্য দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৫২ রান করে কুমিল্লা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ব্যাটিং লাইন আগেও আসে কুমিল্লার পরিবর্তন। খালিদ লতিফের সঙ্গে উদ্বোধন করেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসনে শান্ত।
তবে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরুর পর ফরহাদ রেজার করা তৃতীয় ওভারের তৃতীয় বলে জুনায়েদ সিদ্দিকীকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন খালিদ।
এরপর শেহজাদ ও শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মাশরাফির দল। তবে মেহেদী হাসান মিরাজের করা সপ্তম ওভারের দ্বিতীয় বলে জুনায়েদের হাতে ক্যাচ দিয়ে শেহজাদ ফিরে গেলে ফের চাপের মুখে পড়ে কুমিল্লা।
তৃতীয় উইকেট জুটিতে ইমরুল ও শান্ত ৪৩ রান যোগ করে।দলীয় ৮৪ রানে স্যামির বলে মিরাজের ক্যাচে পরিণত হবার আগে শান্ত করেন সর্বোচ্চ ৪১ রান।
ইমরুল ৫ চারে দারুণ হাত খুলে খেলছিলেন। কিন্তু দলীয় ১০২ রানের ব্যক্তিগত ৩৪ রানে রান আউটের কবলে পড়েন তিনি। দুর্দান্ত এক থ্রোতে সরাসরি স্ট্যাম্প ভাঙ্গেন সালমান হোসেন।
এরপর বেশিক্ষণ টিকতে পারেন নি মাশরাফি। মাত্র ১০ রানেই তাকে ড্রেসিংরুমের পথ দেখান ড্যারেন স্যামি।
শেষদিকে ডেসকাট ও সোহেল তানভীরের দৃঢ়তায় দেড়’শর কোঠা ছাড়ায় কুমিল্লা।
রাজশাহীর বোলারদের মধ্যে ড্যারেন স্যামি দু’টি, ফরহাদ রেজা ও মেহেদি মিরাজ একটি করে উইকেট নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন