রাজশাহীতে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
রাজশাহীর দুর্গাপুরে আগুনে পুড়ে লাবণ্য প্রভা (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার ভোর রাত ৩টার দিকে উপজেলার কায়ামাজমপুর এলাকার নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত লাবণ্য প্রভা ওই গ্রামের মৃত নিরঞ্জন মন্ডলের স্ত্রী। এর আগে শনিবার মধ্যরাতের পর আগুন লাগে লাবণ্য প্রভার বসতবাড়িতে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুনে পুড়ে মারা যান তিনি।
দুর্গাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য রোববার সকালে তা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, আগুনে ওই বৃদ্ধা পুরোপুরি অঙ্গার হয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, ঘুমের ভেতরেই অগ্নিদগ্ধ হন তিনি। বাড়িতে ওই বৃদ্ধা ছাড়াও তার আরো দুই ছেলে বসবাস করতেন। রাত ১টার দিকে আগুন লাগায় টের পাননি তারা।
পরে টের পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভান। তবে তার আগেই মারা যান লাবণ্য প্রভা। আগুনে পুরোপুরি ছাই হয়ে গেছে লাবণ্য প্রভার শোবার ঘর।
দুই ছেলের শোবার ঘর আলাদা হওয়ায় সেগুলো রক্ষা পেয়েছে আগুন থেকে। তবে এ ঘটনা রহস্যজনক মনে হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ। এনিয়ে নিহতের পরিবারও মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান আব্দুস সালাম।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেবিস্তারিত পড়ুন
স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গেবিস্তারিত পড়ুন