রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজশাহীতে এক মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী

রাজশাহী: রাজশাহীতে এক মাসেরও বেশি সময় ধরে এক কলেজ ছাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না। পুঠিয়া মহিলা কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সম্প্রতি তার বিয়েও হয়েছে।

সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু তরুণ-তরুণী বা তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ হয়ে জঙ্গি তৎপরতায় জড়িয়েছেন বলে নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে। তবে ওই ছাত্রীও এই পথে গেছেন কি না সে বিষয়ে নিশ্চিত নয় স্থানীয় পুলিশ।

১৮ বছর বয়সী ওই তরুণীর বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার খেঁড়েরবাড়ি গ্রামে। তার নিখোঁজের বিষয়ে গত ১ জুলাই রাজশাহীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি করেছে তার পরিবার। তবে এখনো পর্যন্ত তার কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, এইচএসসি পরীক্ষা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার একটি ছাত্রীনিবাসে থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন ওই তরুণী।

গত ৩ মার্চ খেঁড়েরবাড়ি গ্রামের এক যুবকের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে হয়। তার স্বামী নেত্রকোণায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।

স্বজনরা জানান, গত ২৯ জুন বেলা ১১টার দিকে কাউকে না জানিয়ে ছাত্রীনিবাস থেকে বের হন ওই তরুণী। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বন্ধ রয়েছে তার মোবাইল ফোনটিও।

তরুণীর এক মামা বলেন, ‘তার বিষয়ে আমরা খুবই উদ্বিগ্ন। মোবাইল ফোনটি একটিবারের জন্যও খোলা হয়নি। সে কোথায় আছে, কেন এভাবে চলে গেছে তার কিছুই জানি না।’

ওই তরুণী নিখোঁজ হওয়ার আগে কোনো উগ্র মতবাদে দীক্ষিত হয়েছিলেন কি না-সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছে পুলিশ। তবে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির বলেন, ‘ওই তরুণীর সন্ধানে বিভিন্ন থানায় তার ছবিসহ বার্তা পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বলার মত কোনো তথ্য পাওয়া যায়নি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেবিস্তারিত পড়ুন

স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০

বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গেবিস্তারিত পড়ুন

  • বুধবারই নান্টু প্রথম তার কলেজ অধ্যক্ষ সাহেবের মুখ দেখেছেন
  • গোদাগাড়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেলে
  • এবার রাজশাহীতে এবার রান্নাঘরে ১২৫ গোখরা
  • রাজশাহীতে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু
  • থানায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি, প্রতিবাদে সড়ক অবরোধ
  • রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার
  • রাজশাহীতে ২য় বিয়ে করলেন মডেল রাউধার বাবা
  • মোটরসাইকেলে যাওয়ার পথে বজ্রপাতে স্কুলশিক্ষকের মৃত্যু
  • রাজশাহীতে ছেলের মাথায় রক্ত দেখে বাবার মৃত্যু
  • রাজশাহীতে কালবৈশাখীর হানা, জনদুর্ভোগ
  • নিহত আ’লীগ নেতার সই জাল করে ১৩ লাখ টাকা তুললেন বড় ভাই!
  • শিক্ষা সফরে ছাত্রীর সঙ্গে ছবি : শিক্ষকের জরিমানা