রাজশাহীতে জমি বিরোধে ৫ জনকে কুপিয়ে আহত
রাজশাহীর পবা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে পাঁচজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দর্শনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই গ্রামের আলতাফ হোসেন (৬০), তার ছেলে আইনাল (৪২) ও সাইদুল ইসলাম (৪০), আইনালের ছেলে সিনজার হোসেন (২০) এবং সিনজারের চাচাতো ভাই রাকিব হোসেন (১৪)। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ ও ৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আহত আইনালের ছেলে আলফাজ হোসেন (২৬) জানান, জমি নিয়ে প্রতিবেশী রেজাউল করিমের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। এরই জের ধরে রেজাউল, তার ভাই মিজানুর রহমান এবং তাদের ভগ্নিপতি মুনতাজ আলী সোমবার সকালে সাইদুল ইসলামকে বাড়ির সামনে একা পেয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় বাধা দিতে গেলে অন্যদেরকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই। এ ব্যাপারে আহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেবিস্তারিত পড়ুন
স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গেবিস্তারিত পড়ুন