রাজশাহীতে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু
রাজশাহী রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার (২২ জুন) থেকে শুরু হয়েছে ঈদপরবর্তী ঢাকায় ফেরার অগ্রিম টিকিট বিক্রি। প্রথম দিনে যাত্রীদের দেওয়া হচ্ছে ১ জুলাইয়ের টিকেট।
এই যাত্রাকেই ঈদপরবর্তী কর্মক্ষেত্রে ফেরার যাত্রা হিসেবে ধরা হচ্ছে। পরবর্তীতে আগের নিয়মেই আগাম ১০ দিনের টিকিট কেনা যাবে। এদিকে ট্রেনের টিকিট কালোবাজারি ঠেকাতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পশ্চিমাঞ্চল রেলওয়ের সুপারিন্টেডেন্ট জিয়াউর রহমান বলেন, ২২ জুন দেওয়া হচ্ছে ১ জুলাইয়ের টিকিট। আগামীকাল শুক্রবার (২৩ জুন) দেওয়া হবে ২ জুলাইয়ের টিকিট, ২৪ জুন দেওয়া হবে ৩ জুলাইয়ের টিকিট এবং ২৫ জুন দেওয়া হবে ৪ জুলাইয়ের টিকিট। এরপর থেকে পর্যাক্রমে আগের নিয়মেই মিলবে ১০ দিন আগের টিকিট।
টিকিট বিক্রিতে শৃঙ্খলা বজায় রাখতে রাজশাহী রেলওয়ে স্টেশনে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। টিকিট কালোবাজারির কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক মোকাবিলা করবে এই বাহিনী। পাশাপাশি যাত্রীদের হয়রানি এড়াতেও কাজ করবে তারা। আর যাত্রীদের হয়রানি বন্ধে আগে থেকেই রেল পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছিল।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম বলেন, যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে রাজশাহী-ঢাকা রুটে নিয়মিত ট্রেনের পাশাপাশি দুই জোড়া ‘ঈদ স্পেশাল’ ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। আমাদের কর্মকর্তা-কর্মচারী সবার ছুটিও বাতিল করা হয়েছে। যে ব্যবস্থা রয়েছে তা দিয়ে শতভাগ সেবা দিতে পারব বলে আমি আশা করি। ‘
এই সংক্রান্ত আরো সংবাদ
ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেবিস্তারিত পড়ুন
স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গেবিস্তারিত পড়ুন