রাজশাহীতে ননদকে হত্যার দায়ে নারীর যাবজ্জীবন
রাজশাহীতে জমিজমার লোভে বাকপ্রতিবন্ধী ননদকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা। অনাদায়ে আরো পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুর ৩টার দিকে রাজশাহী জেলা বিশেষ দায়রা জজ আদালত ১-এর বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সেবী আরা খাতুন (৩৫) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রসুলপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী। রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর বিচারকের নির্দেশে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর শফিকুল ইসলাম এবং আসামিপক্ষের আইনজীবী শহীদুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে জানান।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বাকপ্রতিবন্ধী রুশনে আরা তাঁর বড় ভাই মনিরুল ইসলামের বাড়িতে থাকতেন। ২০১৫ সালের ৬ মে রাত ১০টার দিকে জমিজমার লোভে পূর্বপরিকল্পিতভাবে রুশনে আরাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মনিরুল ইসলাম বড় ভাই নিসারুল ইসলামকে জানান যে রুশনে আরা মারা গেছে।
কিন্তু রুশনে আরার মরদেহ দেখে বড় ভাইয়ের সন্দেহ হয়। তিনি গোদাগাড়ী থানায় খবর দিলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় ওই দম্পতিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় নিসারুল বাদী হয়ে পরদিন গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে গোদাগাড়ী মডেল থানার পুলিশ ওই বছরের ১৮ আগস্ট রুশনে আরার ভাবী সেবী আরাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় ভাই মনিরুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়। পরে অভিযোগপত্র গ্রহণ করে আদালত মনিরুল ইসলামকে অব্যাহতি দেন। মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেবিস্তারিত পড়ুন
স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গেবিস্তারিত পড়ুন