রাজশাহীতে নির্বাচনী সহিংসতায় আহত আরেকজনের মৃত্যু

রাজশাহীর বাগমারায় চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মোনতাজ আলীর (৪৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোনতাজের মৃত্যু হয়।
মোনতাজ আলী রামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পুলিশ হেফাজতে চিকিৎসাধীন ছিলেন। তিনি বাগমারার সারন্দি গ্রামের প্রয়াত সাবের আলীর ছেলে। ৭ মে বাগমারা উপজেলার আউচপাড়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হন তিনি।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।
বাগমারার ওই সংঘর্ষের ঘটনায় এ নিয়ে চারজনের মৃত্যু হলো। এর মধ্যে সিদ্দিকুর রহমান সিদ্দিক (৩৭) ও রমজান আলী ওরফে রঞ্জু (২৭) নামে দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। আর ৯ মে রাজশাহীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুল ইসলাম বুলু (৪০) নামের একজনের মৃত্যু হয়।
এ সংঘর্ষের ঘটনায় এরই মধ্যে আওয়ামী লীগের এক হাজার ২০০ নেতাকর্মীকে আসামি করে বাগমারা থানায় একটি মামলা করেছে পুলিশ। এ মামলায় সাতজনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাদের পুলিশের হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এর মধ্যে আজ সকালে মোনতাজ আলী মারা যান।
গত ৭ মে বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। এর দুদিন আগে নির্বাচন কমিশন থেকে উপজেলার সবকটি ইউনিয়নের নির্বাচন স্থাগিত করা হয়। নির্বাচন স্থগিত করা হলেও ওই দিন ভোটের মাঠের প্রভাব নিজেদের নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মিছিল বের করে আউচপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সরদার জান মোহাম্মদ ও বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম শহীদের সমর্থকরা। হাটগাঙ্গোপাড়া বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের ওপরও হামলা চালানো হয়। একপর্যায়ে ত্রিমুখী সংঘর্ষ শুরু হলে পুলিশ বেশ কয়েকটি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। ওই সংঘর্ষে আহত হন অন্তত ৩০ জন।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন