রাজশাহীর হারে বিস্মিত খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ
খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ। ম্যাচে তিনি নিজের দলের জয়ে আশা করবেন, এটাই স্বাভাবিক। অনেকটা নাটকীয়ভাবে শেষ পর্যন্ত জিতেছে তাঁর দল। অথচ তিনিই কিনা বলছেন, জয়টা তাঁর প্রতিপক্ষ দল রাজশাহীর জন্যই সহজ ছিল।
আসলেও তাই, জয়ের জন্য শেষ ওভারে রাজশাহীর প্রয়োজন ছিল মাত্র সাত রান। হাতে ছিল তিন উইকেট। অথচ শেষ ছয় বলে মাত্র তিন রান নিয়ে বাকি তিন উইকেট হারিয়ে দলকে হারের দিকে ঠেলে দেন ব্যাটসম্যানরা। এমন ম্যাচে তাদের জয় না পাওয়াটাই অস্বাভাবিক মনে হবে অনেকের।
রাজশাহীর এই হার দেখে রীতিমতো বিস্মিত খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শেষ পর্যন্ত জয়টা আমরা পেয়েছি, স্বাভাবিক কারণেই ভালো লাগছে। কিন্তু সত্যি কথা বলতে কি জয়টা রাজশাহীর জন্যই সহজ ছিল। তাদের এই হারটা আমার কাছে কিছুটা বিস্ময়েরও। কারণ ছয় বলে মাত্র সাত করাটা একেবারেই সহজ ছিল।’
তবে এই জয় দলকে উজ্জীবিত করবে বলে মনে করেন খুলনা অধিনায়ক। এ সম্পর্কে তিনি বলেন, ‘রাজশাহীর বিপক্ষে এই জয়টি আসরে আমাদের অনেকখানি এগিয়ে দিয়েছে। খেলোয়াড়দের তা বেশ উজ্জীবিত করবে।’
অবশ্য ব্যাটসম্যানদের হতাশাজনক পারফরম্যান্স মাহমুদউল্লাহকে বেশ হতাশ করেছে, ‘এ ম্যাচে আমাদের ব্যাটসম্যানদের পারফরম্যান্স সত্যিই হতাশাজনক। তা ছাড়া উইকেট খুব একটা খারাপ ছিল তা কিন্তু নয়। তারপরও বোলারদের সাফল্যে শেষ পর্যন্ত আমরা জয় পেয়েছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন