রাজশাহী কিংসে যোগ দিলেন জুনায়েদ সিদ্দিক
অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেলেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা উদ্বোধনী ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিক। রনি তালুকদারের বদলি হিসেবে রাজশাহী কিংস দলে ডাক পেলেন বাঁ-হাতি মারকুটে এ ব্যাটসম্যান। সাইড স্ট্রেইন ইঞ্জুরির জন্য দল থেকে ছিটকে গেছেন রনি তালুকদার।
ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচে সাইড স্ট্রেইন ইঞ্জুরিতে পড়েন রনি তালুকদার। পরবর্তীতে ডাক্তারের শরণাপন্ন হয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হলে ফলাফল মোটেও সুবিধাজনক আসেনি। যার ফলে শেষ পর্যন্ত রাজশাহী কিংস তাঁর বদলি হিসেবে দলে ভিড়ায় জুনায়েদ সিদ্দিককে।
এর আগে প্লেয়ার ড্রাফটের সময় কোন দল জুনায়েদ সিদ্দিকের প্রতি আগ্রহ না দেখালে তিনি সি ক্যাটাগরিতে অবিক্রিত থেকে যান। দেরীতে হলেও দলে ভিড়তে পেরে বেশ উচ্ছ্বসিত মারকুটে এ ব্যাটসম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আনন্দ প্রকাশ করে সকলের কাছে দোয়া চেয়ে এ ব্যাটসম্যান লিখেছেন, “আমি রাজশাহী কিংসে যোগ দিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন।”
২৯ বছর বয়সী জুনায়েদ সিদ্দিক বিপিএলের বিগত আসরগুলোতে খেলেছেন দুরন্ত রাজশাহী, রংপুর রাইডার্স ও সিলেট সুপারস্টার্সের হয়ে যথাক্রমে ২০১২, ১৩ এবং ২০১৫ সালে। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪৪ ম্যাচ খেলে তিনি রান করেছেন ৮০১। ব্যক্তিগত সর্বোচ্চ বরিশাল বুলসের বিপক্ষে অপরাজিত ৮৯ রানের ইনিংস।
সাম্প্রতিক সময়ে ফর্মে থাকা এ ব্যাটসম্যান জাতীয় ক্রিকেট লিগে রংপুর রাইডার্সের হয়ে এক শতকসহ মোট চার ইনিংস থেকে ২২৯ রান করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন