রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমিরসহ আটক ৪০
রাজশাহীতে বিশেষ অভিযানে মহানগর জামায়াতের সাবেক আমির মো. আতাউর রহমানসহ ৪০ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গতকাল রোববার রাতভর রাজশাহী মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আজ সোমবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার রাতে বোয়ালিয়া মডেল থানায় ১০ জন, রাজপাড়া থানায় ১৫ জন, মতিহার থানায় সাতজন, শাহমখদুম থানায় চারজন এবং ডিবি পুলিশ চারজনকে আটক করে।
ডিবি পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর এলাকা থেকে জামায়াতের সাবেক আমির মো. আতাউর রহমানকে আটক করে। এ ছাড়া ২০ জন গ্রেপ্তারি পরোয়ানার আসামি, চারজন মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরো জানায়, মতিহার থানা শরিফুল ইসলামকে (৪০) ১৫০ গ্রাম গাঁজা, রাজপাড়া থানা টনিকে (২৭) পাঁচ গ্রাম হেরোইন, শাহমখদুম থানা সুশান্ত দাসকে (৩০) ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে। এ ছাড়া জিয়াউল হক (৩৫) নামের একজনকে ৫১টি ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেবিস্তারিত পড়ুন
স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গেবিস্তারিত পড়ুন