রাজস্থানের ধর্মগুরুর বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা

ভারতের রাজস্থান রাজ্যে নিজেকে ভগবানের প্রতিনিধি দাবি করা এক ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা করেছেন ২১ বছর বয়সী এক নারী।
ওই ধর্মগুরুর বিরুদ্ধে দেশটির ছত্তিশগড় রাজ্যের বিলাসপুরের এক নারীর দায়ের করা অভিযোগটি গতকাল বুধবার মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
কিছুদিন আগে ভারতের হরিয়ানা রাজ্যে ডেরা সাচ্চা সৌদার প্রধান স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে ধর্ষণের দায়ে ২০ ব্ছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ নিয়ে বহু আলোচনা-সমালোচনার মধ্যেই রাজস্থানে আরেক ধর্মগুরুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হলো।
অভিযোগে বলা হয়, ৭০ বছর বয়সী কৌশলেন্দ্র প্রপানাচার্য ফলাহারি মহারাজ গত ৭ আগস্ট রাজস্থানের আলওয়ারে নিজ আশ্রমে ওই নারীকে যৌন হেনস্তা করেন।
এ বিষয়ে রাজস্থানের আরাবালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তথা স্টেশন হাউস অফিসার (এসএইচও) হেমরাজ মিনা বলেন, ‘বিলাসপুরের পুলিশ অভিযোগটি এখানে পাঠিয়েছে। আমরা যৌন হেনস্তার একটি একটি মামলা নথিভুক্ত করেছি এবং তদন্ত শুরু করেছি।’
পুলিশের এই কর্মকর্তা জানান, তাঁরা আশ্রমে গিয়ে দেখেন, সেই ধর্মগুরু আলওয়ারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের কাছে অনুমতি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশের ভাষ্য, ধর্ষণের অভিযোগ থাকা ওই ধর্মগুরু বেশ কয়েকবার নারীর বাসায় গিয়েছেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, আইন নিয়ে পড়াশোনা শেষে ইন্টার্নশিপে ছিলেন ওই নারী। গত ৭ আগস্ট কিছু টাকা দান করতে তিনি আশ্রমে গিয়েছিলেন। সে সময় ফলাহারি মহারাজ তাঁকে যৌন হেনস্তা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন