রাজস্ব কর্মকর্তা সেজে অভিযানের প্রস্তুতি, আটক ২
সাভারে একটি বিপণী বিতানে ভুয়া রাজস্ব কর্মকর্তা সেজে অভিযান পরিচালনাকালে দুই ব্যক্তিকে আটক করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ। এসময় জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত জাতীয় রাজস্ব বোর্ডের স্টিকার লাগানো একটি প্রাইভেটকার।
বুধবার রাত ৮ টার দিকে সাভার স্ট্যান্ডে রাজ্জাক প্লাজা নামে একটি বিপণী বিতানে রাজস্ব কর্মকর্তা সেজে অভিযান করার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
আটক ভুয়া সহকারী রাজস্ব কর্মকর্তা পরিচানদানকারীর নাম তৌফিকুর রহমান আজিম। সে মুন্সীগঞ্জের শ্রীনগর থানার উত্তর কামারগাও গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। অপরজন তার প্রাইভেটকার চালক ও সহযোগী সেলিম আহমেদ। তার বাড়ি সাভার এলাকায় বলে জানা গেছে।
এ ব্যাপারে সাভারের ডিবি (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ জানান, ভুয়া রাজস্ব কর্মকর্তা সেজে রাজ্জাক প্লাজা নামের বিপণী বিতানে অভিযান চালানো হবে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অবস্থান নেয়। পরে রাত পৌনে ৮টার দিকে একটি প্রাইভেটকারে দুই জন সন্দেহজনক ব্যক্তি রাজ্জাক প্লাজা নামে একটি মার্কেটে বিভিন্ন দোকানে অভিযানের প্রস্তুতি নিতে থাকে। এসময় তাদের হাতেনাতে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া রাজস্ব কর্মকর্তা পরিচয় দেওয়ার কথা স্বীকার করে। এসময় তাদের কাছ থেকে ভূয়া পরিচয়পত্র ও রাজস্ব বোর্ডের বিভিন্ন জাল সদনপত্রও উদ্ধার করা হয়।
এঘটনায় তাদের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন