রাজাকারের তালিকা তৈরির উদ্যোগ
সরকার প্রথমবারের মতো রাজাকারদের তালিকা করার উদ্যোগ নিয়েছে বলে সংসদে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার দশম সংসদের নবম অধিবেশনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘রাজাকারদের তালিকা তৈরিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা-বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করে যাচ্ছে। আমাদের চেষ্টা অব্যাহত আছে। যারা বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাজাকারদের ভাতা দিত সেই তালিকাও সংগ্রহ করা হচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘একসময় এসব রাজাকার-আলবদর-আলশামসদের মাসিক ভাতা দেওয়া হতো। সে কারণে তৎকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি সংরক্ষিত ছিল নিশ্চয়ই। কিন্তু ২০০১ সালের পর দেখা গেছে, সেই তালিকা উধাও। কিন্তু কোনো না কোনোখানে এ তালিকা রয়েছে নিশ্চয়। সেটি খুঁজে বের করে তাদের নামের তালিকা তৈরি করার কাজ চলছে। এ ছাড়া উপজেলাভিত্তিক খোঁজখবর নিয়ে এসব রাজাকার-আলবদর-আলশামসদের তালিকাও সংগ্রহের চেষ্টা চলছে।’
লক্ষ্মীপুর-১ আসনের সাংসদ এম এ আউয়ালের লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘অসহায় ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য ঢাকার মিরপুর চিড়িয়াখানা রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় জমির উপর ‘মুক্তিযোদ্ধাপল্লী’ নির্মাণ করার পরিকল্পণা সরকারের রয়েছে এবং এটি সরকারের সক্রিয় বিবেচনাধীন।’
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন