রাজা থেকে চোর, ঈদের ৫ দিনে ৫ রুপে মোশারফ করিম

ছোট পর্দা মানেই মোশারফ করিম। নাটকে তার জনপ্রিয় আকাশ ছোয়া। আর মোশারফ করিম ছাড়া ঈদ পালন করা তো স্বপ্নে ভাবেন না দর্শকরা। তাই প্রত্যেক ঈদের মতো এবারও খণ্ড আর ধারাবাহিক নাটকের মজাদার সব চরিত্রে অভিনয় করে ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করছেন মোশারফ করিম।
মোশাররফ করিম জানান, এবার অন্য টিভি চ্যানেলগুলোর বিশেষ নাটকের পাশাপাশি শুধু বৈশাখী টেলিভিশনেই প্রচার হবে তার পাঁচটি নাটক। বিশেষ এ নাটকগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ৫ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ৪৫ মিনিটে।
১. কচি খন্দকারের রচনা ও পরিচালনায় ‘মানুষ অমানুষ’। এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন উর্মিলা ও সোহেল খান।
২. দয়াল শাহের রচনা ও শামস করিমের পরিচালনায় ‘বুলির বেলকনি’। এতে আরও আছেন শার্লিন ও ঝুনা চৌধুরী।
৩. মাসুম শাহরিয়ারের রচনা ও মুরসালিন শুভর পরিচালনায় নাটক ‘অভিনন্দন’। এতে আরও আছেন জান্নাতুল পিয়া, শহিদুল্লা সবুজ।
৪. হাসান মোরশেদের পরিচালনায় নাটক ‘প্রযত্নে চোর’। এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন নাদিয়া নদী, কচি খন্দকার।
৫. মুসাফির সৈয়দের রচনা ও পরিচালনায় নাটক ‘শেখ সাদীর সেইসব দিনরাত্রি’। এতে মোশাররফ করিমের সঙ্গে আরও অভিনয় করেছেন দিলারা জামান, স্নেহাশীষ অভি, ওয়াহিদ আকরাম।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন