রাজ্জাককে ফিরিয়ে আনা সম্ভব হবে: ‘বিজিবি’ মহাপরিচালক
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, আগামী দু’এক দিনের মধ্য বিজিবি নায়েক আব্দুর রাজ্জাককে ফিরিয়ে আনা সম্ভব হবে। আমাদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার যাবে। বুধবার সকালে পিলখানায় বিজিবি সদর দফতরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আব্দুর রাজ্জাককে ফেরত আনার ব্যাপারে মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে জানানো হয়, রাজ্জাককে সসম্মানে ব্যক্তিগত সরঞ্জামসহ নিঃশর্তে ফেরত পাঠানো হবে। আমাদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার যাবে। এ বিষয়ে শান্তিপূর্ণ একটা সমাধানের দিকে যাচ্ছে।
১৭ জুন ভোরে বিজিবির ছয় সদস্যের একটি দল নায়েক আবদুর রাজ্জাকের নেতৃত্বে নাফ নদীতে টহল দিচ্ছিল। তারা বাংলাদেশের জলসীমায় মাদক চোরাচালান সন্দেহে দুটি নৌকায় তল্লাশি করছিল। এ সময় মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের বিজিপি সদস্যরা একটি ট্রলারে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেন। একপর্যায়ে বিজিপির সদস্যদের বহনকারী ট্রলারটি বিজিবির টহল নৌযানের কাছে এসে থামে। বিজিপির ট্রলারটিকে বাংলাদেশের জলসীমা ছেড়ে যেতে বলা হলে তারা নায়েক রাজ্জাককে জোর করে ট্রলারে তুলে নেয়। বিজিবির অন্য সদস্যরা এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এতে সিপাহি বিপ্লব কুমার গুলিবিদ্ধ হন। পরে বিজিপির ট্রলারটি রাজ্জাককে নিয়ে মিয়ানমারের দিকে চলে যায়।
মিয়ানমারে নেয়ার পরদিন তাকে শারীরিক নির্যাতনের পর অনলাইনে আবদুর রাজ্জাকের তিনটি ছবি প্রকাশ করে বিজিপি। একটিতে দেখা গেছে, রাজ্জাকের নাক দিয়ে রক্ত ঝরছে। আরেকটিতে হাতকড়া পরিয়ে তাকে আসামির মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন